Heart Disease Tests: হার্টের রোগে এখন কমবেশি অনেকেরই দেখা যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের ব্যাপার, কমবয়সিরাও এই রোগে ভুগছেন‌। শুধু ভুগছেন তাই নয়, অকালে ঝরে যাচ্ছে প্রাণ। কমবয়সিদের অনেকেই হার্টের রোগকে সেভাবে পাত্তা দেন না‌। বুকের ব্যথাকে কিছুটা অবহেলাই করেন। আর এই সবের ফাঁক তালে বাড়তে থাকে হার্টের সমস্যা। কখন রোগ গেড়ে বসে হার্টে, তা বোঝাও যায় না। যেকারও হার্টে এভাবে রোগ গেড়ে বসতে পারে। অজান্তেই ঘটতে পারে এই ঘটনা। 


হার্টের পরীক্ষা 


হার্টের মধ্যে কোনও রোগ বাসা বাঁধছে কি না তা চারটি পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। এই পরীক্ষাগুলি হার্টের স্বাস্থ্যের বেশ স্বচ্ছ ছবি আমাদের সামনে তুলে ধরে। কী কী এই পরীক্ষা ? তার আগে জেনে নেওয়া যাক হার্টের কি কি সমস্যা সাধারণত দেখা দেয়।


হার্টের যে যে সমস্যা দেখা দেয় বেশি



  • হার্ট অ্যাটাক এর মধ্যে প্রথমে রয়েছে।

  • হার্টে ব্লকেজ হতে পারে।

  • কোলেস্টেরল বেড়ে যেতে পারে।

  • উচ্চ রক্তচাপজনিত হার্টের সমস্যা হতে পারে।

  • হার্ট ফেলিওরের আশঙ্কা থাকে।


হার্টের যে যে পরীক্ষা করাবেন


লিপিড প্রোফাইল‌ - প্রথমেই করে নিন লিপিড প্রোফাইল পরীক্ষাটি এই পরীক্ষায় রক্তের কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড মাপা হয়। এইচডিএল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল ও ভিএলডিএল কোলেস্টেরল এই তিন রকমের কোলেস্টেরল হয়। রক্তে খারাপ কোলেস্ট্রল বেশি থাকলে তা হার্টের জন্য খারাপ। 


ইসিজি - হার্টে কোনও ব্লকেজ থাকলে তা ধরার জন্য কিছু পরীক্ষা জরুরি। ইসিজি তাদের অন্যতম। এর গ্রাফেই ধরা পড়ে হার্টের সমস্যা। 


ইকো কার্ডিয়োগ্রাম - ইসিজির পাশাপাশি হার্টের যে পরীক্ষাটি বেশ গুরুত্বপূর্ণ, তা হল ইকো কার্ডিয়োগ্রাম। এই পরীক্ষায় হার্টের গুরতর রোগগুলি ধরা পড়ে। ইসিজির তুলনায় এই পরীক্ষা কিছুটা খরচসাপেক্ষ।


ট্রেডমিল টেস্ট - হার্টের উপর স্ট্রেস পড়ছে কি না তা পরীক্ষা করার উপায় হল ট্রেডমিল টেস্ট। হার্টের সমস্যা যাদের থাকে, তাদের প্রায়ই এই টেস্ট দেওয়া হয়। এই টেস্টটি বেশ সময়সাপেক্ষ। পাশাপাশি কিছুটা খরচের। তবে হার্টের রোগ ধরতে হলে এটি করানো দরকার অবশ্যই।


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  Mango In Diabetes: কাঁচা আম না পাকা আম ? সুগারে কোনটা ভাল, কেন ভাল