How The Name 'Google' Originated: বিশ্বের অন্যতম সেরা শক্তিশালী সার্চ ইঞ্জিন গুগল। রোজ কোটি কোটি মানুষ তাদের প্রয়োজনীয় নানা খুঁটিনাটি জিনিস গুগলে সার্চ করে দেখে নেন। নানা বিপদে আপদে গুগলের বিভিন্ন প্রোডাক্টের সাহায্য নেন। কিন্তু ‘গুগল’ নামটির আদতে কীভাবে উদ্ভব হল ? গোড়া থেকেই কি এই সার্চ ইঞ্জিনের নাম গুগল ছিল ? গুগলের জন্মের ইতিহাস যেমন মজার‌ তেমন আগ্রহের।


ল্যারি পেজের ‘ব্যাকরাব’


গুগলের জন্ম স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের গেটস কম্পিউটার সায়েন্স বিল্ডিংয়ে। সেখানে ৩৬০ নম্বর রুমটি ছিল ল্যারি পেজের।  যিনি গুগলের সহপ্রতিষ্ঠাতা। ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের নতুন আবিষ্কৃত সার্চ ইঞ্জিনের প্রথম নাম ছিল‌ ‘ব্যাকরাব‌’। ১৯৯৬ সালে এই নামকরণ করা হয়েছিল। বিভিন্ন ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক এখানে থাকত বলেই এমন নাম দেওয়া হয়। তবে এই নাম বেশিদিন টেঁকেনি। শীঘ্রই শুরু হয়েছিল নতুন নাম ভাবা। প্রসঙ্গত, ল্যারি পেজের ওই ৩৬০ নম্বর রুমে বিভিন্ন গ্রাজুয়েট ছাত্ররাও বসত। তাদের মধ্যে একজন ছিলেন সিন আন্ডারসন। যার একটি ভুলের কারণেই শেষ পর্যন্ত গুগল নামের উৎপত্তি। 


ফের নাম বাছাবাছির পর্ব


ব্যাকরাব নামটি যুক্তিসঙ্গত হলেও ঠিক যুতসই লাগছিল না। কাঠ কাঠ নামটি ত্যাগ করার কথাই ভাবেন শীর্ষকর্তারা। ল্যারি পেজ সেই সময় নিজের সার্চ ইঞ্জিনের নাম পছন্দ করতে মিটিং ডাকতে শুরু করেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র ডেভিড কোলার এই মজার পর্বটির কথা লিখে গিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইটে। তাঁর কথায়, নাম বাছাবাছির ওই পর্বে সবচেয়ে মজার মিটিং হয় সেপ্টেম্বরে। সিন‌ আন্ডারসন ও ল্যারি ছিলেন সেখানে। সিনের ভুলেই ঠিক হয় নাম। 


অবশেষে গুগল নাম


নাম এমন হবে যাতে বোঝা যায়, একসঙ্গে বহু ডেটা স্টোর ও সাজিয়ে রাখছে। তখনই গোগলপ্লেক্স (googolplex) নামটি বলেন সিন। তার বিপরীতে ল্যারি বলেন গুগল (googol)। এই নামটিই মনে ধরেছিল। এটি চূড়ান্ত করতে হলে সাইট রেজিস্টার করাতে হবে। তাই সেই প্রক্রিয়ার জন্য সিন নামটি খুঁজতে শুরু করেন একটি রেজিস্ট্রিতে। আগে এই নামে কোনও সাইট থাকলে এই নাম নেওয়াও যাবে না। অবশেষে খুঁজতে গিয়েই ভুলটা করেন সিন। বানান googol-এর বদলে google লিখে ফেলেন। দেখা যায়, এর আগে  এই নামে কোনও সাইট হয়নি। ফলে google নামটি তখন থেকেই চূড়ান্ত হয়ে যায়! 


আরও পড়ুন - World Blood Donor Day: বিশ্ব রক্তদাতা দিবস তাঁর জন্মতারিখেই, রক্তের গ্রুপ আবিষ্কার করে বাঁচান কোটি কোটি প্রাণ


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।