কলকাতা: রক্তের সুগার মাপতে এবার থেকে আর পোয়াতে হবে না ঝক্কি। খুব সহজেই একটি কাগজের সাহায্যে ব্লাড সুগার (Blood Sugar) পরিমাপ করা যাবে। সম্প্রতি আইআইটি যোধপুরের তাদের ল্যাবে এমনই একটি কাগজ তৈরি করল। এই কাগজের সাহায্যে যে কোনও জায়গায় দাঁড়িয়ে নিজে রক্তের সুগার মাপা সম্ভব। রক্তের সুগার বাড়ল না কমল তা ফোনেই দেখা যাবে। যে কোনও ফোনের সঙ্গে কানেক্ট করলেই দেখাবে সুগার লেভেল। আর এই গোটা সুবিধাটাই পাওয়া যাবে মাত্র দশ টাকায় (10 Rupee Paper)। গবেষকদের চেষ্টা এখনও জারি রয়েছে। যাতে পরীক্ষা বাবদ খরচ কমিয়ে পাঁচ টাকায় নিয়ে আসা যায়।


সুগার লেভেল মাপা যাবে কাগজেই


এতদিন রক্তের সুগার মাপতে হলে রক্ত পরীক্ষা করা হত। ল্যাবে রক্ত পরীক্ষা করে দেখা হত সুগারের মাত্রা। এছাড়াও, বাড়িতে কিছু যন্ত্রের সাহায্যে মাপা গেলেও ফোনের সহজ ব্যবহার তাতে ছিল না। এবার আইআইটি পড়ুয়ারা সুগার মাপতে কাজে লাগালেন প্রযুক্তিকে। প্রযুক্তির সাহায্যে একটি কাগজই বলে দেবে রক্তে থাকা গ্লুকোজ অর্থাৎ সুগারের মাত্রা (IIT 10 Rupee Paper To Measure Blood Sugar)। মোবাইলের সঙ্গে কাগজটির যোগাযোগ থাকবে। এই যোগাযোগ রক্ষা করবে মেশিন লার্নিং। যা একটি অত্যাধুনিক প্রযুক্তি।


সব ফোনেই কাজ হবে 


ফোনের বাছবিচার করবে না এই কাগজ। অর্থাৎ যে কোনও ফোনের সঙ্গেই একে ‘কানেক্ট’ করে ফেলা যাবে। কাগজের ফলাফল দেখা যাবে ফোনের মধ্যে। যখন যেখানে যেভাবে ইচ্ছে এই সুগার পরিমাপ করা সম্ভব। এর জন্য কোনও নির্দিষ্ট পরিস্থিতি লাগবে না বলেই জানিয়েছেন গবেষকরা।


সুগারের পাশাপাশি ইউরিক অ্যাসিড


সুগারের পাশাপাশি এই প্রযুক্তির সাহায্যে ইউরিক অ্যাসিডও পরিমাপ করা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এসিএস পাবলিকেশন জার্নালে এই গবেষণা (IIT Research) প্রকাশিত হয়েছে। ইউরিক অ্যাসিড ছাড়াও আরও বেশ কিছু রোগের জন্য এই বিশেষ প্রযুক্তি ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন গবেষকরা।


কমতে পারে দাম


ইকোফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশবান্ধব পদ্ধতিতেই এই কাগজ তৈরি করা হয়েছে। তবে বাজারে সগার লেভেল মাপার কাগজটি নিয়ে আসার আগে এর দাম আরও কমতে পারে। আরও কম দামের উৎপাদন কীভাবে করা যায়, সেই নিয়েই এখন পরবর্তী ধাপের গবেষণা চলছে আইআইটি যোধপুরে।  


আরও পড়ুন - Health News: গায়ের নানা জায়গায় ব্যথাহীন টিউমার, ক্যানসার কি না বোঝার উপায় ?