কলকাতা: পাকস্থলির ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ইসরো প্রধান এস সোমনাথ। গত বছর আদিত্য এল ১ মিশনের দিনই তাঁর মারণরোগ ধরা পড়ে। পরে এর জন্য অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। নিতে হয় কেমো। আপাতত সুস্থ রয়েছে এস সোমনাথ। তবে থাকতে হচ্ছে নিয়মিত চেকআপের মধ্যে। সম্প্রতি টারম্যাক মিডিয়া হাউসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন ইসরো প্রধান। কিন্তু পাকস্থলির ক্যানসার পুরুষদের সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারের তালিকায় পঞ্চম। শুধু তাই নয়, এই ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেকেই এড়িয়ে যান।
পাকস্থলির ক্যানসারে কী কী লক্ষণ দেখা যায় ?
সিকে বিড়লা হাসপাতালের সার্জিক্য়াল অঙ্কোলজির ডাইরেক্টর বিনয় স্যামুয়েল গাইকোয়াড় সংবাদমাধ্যম আইএএনএস-কে বলেন, পাকস্থলির ক্যানসার হলে
- হঠাৎ করেই কোনও কারণ ছাড়া ওজন কমতে থাকা।
- একটানা পেটে ব্যথা।
- খিদে কমে যাওয়া।
- খাবার গিলতে অসুবিধা হওয়া।
- মাথা ঘোরা।
- বমি বমি ভাব
- মলের সঙ্গে রক্ত নির্গত হতে থাকার মতো লক্ষণ দেখা যায়।
ঠিক সময়ে ধরা পড়ে না লক্ষণ
পাকস্থলির ক্যানসারে অনেকেই বাড়বাড়ন্ত হলে তবে চিকিৎসকের কাছে আসেন। কারণ অধিকাংশ সময়েই এর লক্ষণগুলি মানুষ বুঝে উঠতে পারেন না। সাধারণ পেট ব্য়থা, গলা ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলেন। এমনকি ওজন কমে যাওয়ার লক্ষণকেও ততটা গুরুত্ব দেন না অনেকে। ঠিক সময়ে ধরা পড়ে না বলে এই রোগে মৃত্যুর হারও বেশি।
পাকস্থলির ক্যানসারের ধরন
পাকস্থলির ক্যানসার বেশ কয়েকটি ধরনের হয়ে থাকে। কোন ধাপে ক্যানসার ধরা পড়ছে সেই অনুযায়ী ক্য়ানস্যারের নামকরণ হয়। এগুলির মধ্যে রয়েছে অ্যাডেনোকারসিনোমা, লিম্ফোমা, গ্যাস্ট্রোইনটেস্টিনাল স্টমাক টিউমার।
পাকস্থলির ক্যানসার প্রতিরোধের উপায়
পাকস্থলির ক্যানসার প্রতিরোধ করতে জীবনযাপনে কিছু বদল আনা জরুরি। এগুলি নিয়ে সংবাদমাধ্যমে বিশদে আলোচনা করেছেন চিকিৎসক।
- ব্যালান্সড ডায়েট জরুরি - খাবারের তালিকায় বেশি করে শাকসবজি রাখতে হবে। এছাড়াও, প্রসেসড খাবার, ফাস্টফুড বাদ রাখতে হবে।
- ধূমপান ত্যাগ - ধূমপাননের অভ্যাস ত্যাগ করতে হবে।
- মদ্যপান ত্যাগ - মদ্যপানের অভ্যাস ত্যাগ করা জরুরি। অল্প বা বেশি কোনওরকম মদই শরীরের জন্য ভাল নয়।
- নিয়মিত চেকআপ - চিকিৎসকের কাছে নিয়মিত চেকআপ করতে যাওয়া দরকার। কারও পরিবারে ক্যানসারের ইতিহাস থাকলে আরও বেশি করে তা জরুরি।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।