Hot Water Drinking Benefits: খাওয়ার পর কেউ জল খান। কেউ আবার জল খান না। কেউ আবার বেশ কিছুক্ষণ পর জল খান। কিন্তু কমবেশি সকলেই ঠাণ্ডা জল খান। এর বদলে যদি গরম জল খাওয়া যায়, তাহলে বেশ কিছু উপকার মেলে।
খাবার খেয়ে গরম জল খেলে কী কী উপকার ?
১. খাবার হজম করায় - খাবার হজম করতে সাহায্য করে উষ্ণ জল। তবে খাওয়ার আগে ও পরে দুই সময়েই উষ্ণ জল খাওয়া ভাল। এতে হজম নিয়ে আর সমস্যা থাকে না। গরম জল খাবারের বিয়োজন দ্রুত করে। এর ফলে হজম প্রক্রিয়া অন্য সময়ের চাইতে দ্রুত হয়। পাশাপাশি গরম জল বাওয়েল মুভমেন্ট ঠিক রাখে।
২. ওজন নিয়ন্ত্রণ করে - ওজন কমানোর সময় অনেকেই বলেন গরম জল পান করতে। আসলে এর বেশ কিছু উপকার রয়েছে। গরম জল আমাদের মেটাবলিজম দ্রুত করে দেয়। তাই এই জল খেলে ক্যালোরি বেশি ঝরে। পাশাপাশি খাবার থেকে পুষ্টি শরীর দ্রুত শোষণ করে নেয়। ওই গরম জলের সঙ্গে যদি লেবুর রস মিশিয়ে নেওয়া যায়, তাহলে শরীর থেকে টক্সিন পদার্থও বেরিয়ে যায়।
৩. সর্দিকাশি দূর করে - এই বৃষ্টি এই রোদের কারণে অনেকের ঠাণ্ডা লাগে। সর্দি কাশি হয়। এই সমস্যার থেকে রেহাই দেয় গরম জল। খাবার খাওয়ার আগে গরম জল খেলে এটি খিদে চাগাড় দেয়। সর্দি হলে অনেকের মুখের রুচি চলে যায়। সেই রুচিই ফিরিয়ে আনে গরম জল।
৪. কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে - অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। এর ফলে তাঁর খাওয়াদাওয়াও ঠিকমতো হয় না। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে গরম জল খান খাওয়ার আগে।
৫. বাওয়েল মুভমেন্ট ঠিক রাখে - বাওয়েল মুভমেন্ট ঠিক না থাকলে কোলনের নানা রোগ হতে পারে। এই রোগের তালিকায় রয়েছে ক্যানসারও। বর্তমানে কোলন ক্যানসারের হার অনেকটাই বেশি। গরম জল খেলে বাওয়েল মুভমেন্টের সমস্যা কমে।খাবার দ্রুত বাওয়েল দিয়ে মুভ করে।
৬. রক্তসঞ্চালন দ্রুত করে - শরীরের টক্সিন পদার্থকে বার করতে দ্রুত রক্ত সঞ্চালিত হওয়া জরুরি। আর এই কাজটিই করে গরম জল। গরম জল খেলে রক্তের প্রবাহ বেড়ে যায়।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Black Coffee Benefits: দুধ ছাড়া রোজ এক কাপ কফি, স্বাস্থ্যের এই বদলগুলি দেখবেন কিছুদিনেই
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।