কলকাতা: তীব্র গরমে সহজেই মেকআপ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু একটুকরো বরফে সহজেই এই সমস্য়ার সমাধান হতে পারে। কিন্তু কীভাবে ব্য়বহার করবেন না তা জানেন না অনেকেই।
গরমে মেকআপ ঠিক রাখতে বরফের গুরুত্ব অপরিসীম। ঘুম থেকে উঠেই কোথাও যেতে হলে মুখ ফোলা দেখায়। বরফ দিলে সহজেই চোখের ফোলা ভাব কমে। অনেক সময়ে চেহারায় তেমন ঔজ্জ্বল্য থাকে না। কখনও চোখ-মুখে ক্লান্তির ছাপ পড়ে যায়। তা থেকে মুক্তি দিতে পারে বরফ। মিনিট খানেক ভাল ভাবে মুখে বরফ ঘষলে ফিরে আসবে জেল্লা।বরফ দেওয়ার পরে অনেকের মুখেই লাল ভাব দেখা দেয়। কারও কারও ক্ষেত্রে তা বেশি ক্ষণ থেকে যায়। এমন হওয়ার প্রবণতা থাকলে খুব অল্প সময়ের জন্য বরফ ব্যবহার করতে হবে। অথবা মুখে কোনও পাতলা ফেসপ্যাক লাগিয়ে তার উপর দিয়ে বরফ বুলিয়ে নিন।যাঁদের ত্বক লাল হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, তাঁরা অ্যালো ভেরা জেলও লাগাতে পারেন। বরফ জমানোর সময়ে তার মধ্যে গ্রিন টি কিংবা অ্যালো ভেরা জেল মিশিয়ে নিলে আরও ভাল কাজ দেবে। বরফ সরাসরি ত্বকে দেওয়া ঠিক নয়। কোনও একটি পাতলা সুতির কাপড়ে মুড়িয়ে তবে দিন।
আরও পড়ুন...
Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড
মেকআপ শুরুর আগে মুখটা ভাল করে ধুয়ে নিন। ত্বকের রোমকূপে জমে থাকা ময়লা করে তারপরই মেকআপ করা শুরু করুন। সবচেয়ে ভাল হয় যদি মেকআপ শুরুর আগে মুখে বরফ ঘষে নেন। এতে মুখের ছিদ্রগুলো প্রশমিত হয়ে যাবে। তবে শুকনো কাপড়ে করে বরফ ব্য়বহার করলে ভাল হয়। গরম থেকে বাড়ি ফিরে কিছু ক্ষণ পর ত্বকের প্রদাহও কমাতেও বরফ ব্যবহার করতে পারেন। কোনও মতেই বেশি ক্ষণ এক জায়গায় বরফ চেপে ধরে রাখবেন না যেন। বরফ দেওয়া মানেই ঘষা নয়, আলতো হাতে ত্বকে বুলিয়ে নিন। বরফ দিলে ত্বক টানতে থাকে। তাই সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার মাখিয়ে নিতে ভুলবেন না।
আরও পড়ুন...
Hair Growth: লম্বায় ঠিকমতো বাড়ছে না চুল? এই নিয়মগুলো মেনে চললে পেতে পারেন উপকার
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।