কলকাতা: সারাজীবন বয়ে বেড়াতে হয়, যদি শরীরে একবার মধুমেহ (Blood Sugar) রোগ দেখা দেয়। যদিও চিকিৎসকের পরামর্শ মেনে চললে মধুমেহ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গবেষকরা জানাচ্ছেন, বিশ্বের সমস্ত দেশগুলির মধ্যে ভারতেই মধুমেহ (Diabetes) রোগে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। প্রায় ৭৭ মিলিয়ন মানুষ এই মুহূর্তে মধুমেহ রোগে আক্রান্ত। বিভিন্ন কারণে মধুমেহ রোগ দেখা দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পুরুষ এবং মহিলা উভয়েই মধুমেহ রোগে আক্রান্ত হতে পারেন। কিন্তু তাঁদের মধ্যেও পুরুষ নাকি মহিলা, কাদের এই অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি? 


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, রক্ত যখন শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, তখন তাকে প্রিডায়াবিটিস অবস্থা বলা হয়। আবার তা ততটাও নয় যে, টাইপ টু ডায়াবিটিসের মধ্যে ধরা পড়বে। ফলে এই শারীরিক অবস্থাকে বেশ ভয়ঙ্কর বলে জানাচ্ছেন তাঁরা। এর পাশাপাশি তাঁদের মতে, মধুমেহ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা দেয়। 


আরও পড়ুন - Diabetes: মধুমেহ রোগীরা ডিনারে এই সুস্বাদু রেসিপিগুলি খেতে পারেন


গবেষকদের মতে, ভারতে সমস্ত মধুমেহ আক্রান্ত রোগীদের মধ্যে ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিরা আক্রান্ত হয়েছেন। তাঁরা জানাচ্ছেন, প্রতি ৬ জন ব্যক্তির মধ্যে আমাদের দেশে একজন ব্যক্তি মধুমেহ রোগে আক্রান্ত। এছাড়াও সমীক্ষায় দেখা গিয়েছে দেশের সমস্ত রাজ্যগুলির মধ্যে কলকাতার মানুষই সবথেকে বেশি মধুমেহ রোগে আক্রান্ত। তাঁরা জানাচ্ছেন, সমস্ত মধুমেহ রোগীদের মধ্যে ৪৭ শতাংশ মানুষ কলকাতার। যেখানে বেঙ্গালুরুর ৪৫ শতাংশ মানুষ মধুমেহ রোগে আক্রান্ত, দিল্লির ৪২ শতাংশ মানুষ, মুম্বই এবং চেন্নাইয়ের ৩৭ শতাংশ মানুষ মধুমেহ রোগে আক্রান্ত। 


বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, অনিয়মিত লাইফস্টাইল, অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে বহু ক্ষেত্রে মধুমেহ রোগ দেখা দেয়। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু কারণ। মধুমেহ রোগে আক্র্নাত হলে আবার বেড়ে যায় অন্য অনেক জটিল রোগের ঝুঁকি। উপসর্গ প্রথমেই দেখা দিলে চিকিৎসা শুরু করা দরকার। প্রথম থেকেই চিকিৎসা শুরু করলে মধুমেহ রোগের ঝুঁকি কমানো সম্ভব বলে মত তাঁদের।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।