কলকাতা: মানসিক অবসাদের (Mental Depression) এবার আরেকটি দিক খুঁজে পেলেন বিজ্ঞানীরা। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, যারা অবসাদে ভোগেন, তাদের শরীরের তাপমাত্রা বেশি হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় এটি ধরা পড়েছে। ইউসি সানফ্রান্সিসকো রিসার্চের এই তথ্য সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত হয়েছে।
কী জানা গিয়েছে গবেষণায় ?
বিজ্ঞানীদের দাবি, মানসিক অবসাদের সঙ্গে সম্পর্ক রয়েছে শরীরের উষ্ণতার (Body temperature)। যারা অবসাদে ভুগছেন, তাদের শারীরিক উষ্ণতা অন্যদের থেকে অনেকটাই বেশি। শুধু তাই নয়, আরও কিছু কিছু সমস্যাও দেখা যায় তাদের শরীরে। যেমন তাঁদের শরীর নিজের থেকে ঠান্ডা হতে পারে না। মূলত মেটাবলিক হার (metabolic rate) থেকে এই অতিরিক্ত উষ্ণতা তৈরি হয়। অনেক সময় আবার দুটি কারণই দায়ী থাকে বলে দেখা গিয়েছে। তবে গবেষকদের কথায়, কোনটার জন্য কোনটা ঘটছে তা জানা যায়নি। অর্থাৎ মানসিক অবসাদে একজন ভুগছেন বলে শরীরের উষ্ণতা বেশি নাকি শরীরের উষ্ণতা বেশি বলে মানসিক অবসাদ হচ্ছে, তা জানতে পারেননি। ফলে কোন ঘটনার জন্য কোনটা দায়ী, তা এখনই বোঝা যাচ্ছে না।
১০৬টি দেশ জুড়ে গবেষণা
মোট ২০ হাজার জনকে নিয়ে এই গবেষণা করা হয়। তাতে তাদের একটি বিশেষ যন্ত্র পরিয়ে দেওয়া হয়। সেটি তাদের শরীরের উষ্ণতাকে পরিমাপ করে। সেই উষ্ণতার একটি রেকর্ড রাখেন চিকিৎসকরা। অন্যদিকে আরেকটি অংশে তাদের অবসাদের বিভিন্ন লক্ষণগুলি পরিমাপ করা হয়। দৈনিক সেই পরিমাপগুলি পরীক্ষা করতেন গবেষকরা। দীর্ঘ সাত মাস ধরে এই গবেষণা চলে। ২০২০ সালের শুরুর দিকে এই গবেষণা শুরু হয়েছিল। সারা বিশ্ব জুড়ে মোট ১০৬টি দেশে এই গবেষণা চালানো হয়। তার ভিত্তিতে ফলাফলে পৌঁছেছেন গবেষকরা।
অবসাদ বাড়ছে বিশেষ অবস্থায়
অবসাদ বাড়তেও দেখা গিয়েছে। উষ্ণতার একটি বিশেষ দশায় তা ঘটতে দেখেছেন গবেষকরা। সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত গবেষণায় দেখা গিয়েছে, যত অবসাদের কোনও একটি লক্ষণ মাথা চাড়া দিয়ে উঠছে, ততই উষ্ণতা বাড়ছে শরীরের। এর পাশাপাশি উষ্ণতার একটি গুরুতর ভূমিকা দেখা গিয়েছে। ২৪ ঘন্টা ধরে যদি উষ্ণতা কম ওঠানামা করে, তবে ওই ব্যক্তির ডিপ্রেশনের হার বেড়ে যাচ্ছে। যা বেশ চিন্তার বিষয় বলে দাবি গবেষকদের।
তথ্যসূত্র - এএনআই
আরও পড়ুন - Acne Remedies: ঘরোয়া উপায়ে কি ব্রণর সমস্যা মেটে ? কখন চিকিৎসকের কাছে না গেলেই নয়