Meta AI Memes Viral On Social: গুগল, চ্যাটজিপিটির পর এবার মেটা অর্থাৎ মার্ক জুকেরবার্গের সংস্থাও নিয়ে এল আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার পরিষেবা। সংস্থার তরফে হোয়াটসঅ্যাপে এই বিশেষ পরিষেবাটি নিয়ে আসা হয়েছে। অধিকাংশ গ্রাহকের সোশ্যাল মিডিয়া পোস্ট জানান দিচ্ছে, বেশ ভালই পরিষেবা দিচ্ছে মেটা এআই। তবে ইতিমধ্যেই মেটা এআই নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে মিমের বন্যা। হাসির খোরাক জোগানো এই মিমগুলি এআই নিয়ে ভবিষ্যতের আশঙ্কা কিছুক্ষণ হলেও ভুলিয়ে দেয়। তাই এমন কিছু মিম ভাগ করে নেওয়া হল এবিপি লাইভের পাঠকদের সঙ্গে।
বিতর্কসভায় মেটা আই
বন্ধুবান্ধবদের মধ্যে নানা জিনিস নিয়ে বিভিন্ন সময় বিতর্ক লেগেই থাকে। এমনই এক বিতর্কের মাঝে মেটা এআইকে যোগ দিতে বলা হয়। বিতর্কসভায় যোগ দিয়ে মেটা এআই যা বলে তা শোনার পর এক বন্ধু বেরিয়ে যায়। এই পোস্টটিই সম্প্রতিভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। মূলত ঝামেলা হচ্ছিল পিজ্জায় আনারস দেওয়া হয় কি না তা নিয়ে। এর মধ্যে এক বন্ধু বলে, দেওয়া হয়, আরেকজন বলে দেওয়া হয় না। এই বিতর্কের মীমাংসা করতে রেফারি হিসেবে মেটা এআই-কে ডেকে পাঠানো হয়। যন্ত্র বলে, ‘এটি খুব প্রাচীন বিতর্ক। পিজ্জায় আনারস দেওয়া হবে কি না তা ব্যক্তিগত পছন্দের উপর নির্ভরশীল। একজন ভালবাসলে দিতেই পারে!’ এর পরেই এক বন্ধু রাগ করে বেরিয়ে যান !
মেটাভার্স বনাম মেটা আই
মেটাভার্স বনাম মেটা আইয়ের একটি পোস্ট ভাইরাল হয়। আদতে মেটাভার্সের কাজ মেটা এআইয়ের মতোই কিছুটা। পোস্টে দেখা যায়, একটি যুবক প্রেমিকার সঙ্গে হাঁটতে হাঁটতেই অন্য একটি মেয়ের দিকে তাকিয়ে। মেয়েটির গায়ে লেখা এআই। এদিকে যুবকের প্রেমিকার গায়ে লেখা মেটাভার্স!
মার্ক জুকেরবার্গের ছবি
এক্স প্ল্যাটফর্মে ভাইরাল এই মিমে একজন মেটা এআইকে মার্ক জুকেরবার্গের ছবি বানাতে বলে। কিন্তু মেটা এআই লেখে এটি সম্ভব নয়। এই নিয়েই তুুমুল মস্করা শুরু হয়েছে এক্স-এ।
মেটা এআই-এর উপর রাগ দেখানো
মেটা এআই-র উপর রাগও দেখাচ্ছেন অনেকে। কৃত্রিম বুদ্ধিমত্তার এতটা বাড়বাড়ন্ত পছন্দ করছেন না অনেকে। তেমনই একজনের পোস্ট। মেটা আই নিজের পরিচয় দিতেই তিনি লেখেন, সার্চ ইঞ্জিনের মতো কাজ করা বন্ধ করতে পারবে তুমি (অর্থাৎ মেটা এআই) ? এই মিমও ভাইরাল ইনস্টায়।
আরও পড়ুন - Snake Bite Treatment: বিষধর সাপে কামড়ানো রোগীকে বাঁচানোর একমাত্র পথ রুল অফ হান্ড্রেড, কী এই নিয়ম ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।