Central Advisory On Zika Virus: জিকা ভাইরাস নিয়ে এবার বিবৃতি দিল কেন্দ্র। সম্প্রতি মহারাষ্ট্রে আটজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পুণে থেকে ছয়জন ও অন্য জেলা থেকে ২ জন আক্রান্তদের তালিকায়। আক্রান্তদের তালিকায় রয়েছে দুই গর্ভবতী মহিলা। জিকা ভাইরাস (Zika Virus) যাতে আর প্রকোপ ছড়াতে না পারে, সেই কারণেই এই বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের। বিজ্ঞপ্তিতে বেশ কয়েক দফা সতর্কতা জারির কথাও বলা হয়েছে।


রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ


জিকা ভাইরাস নিয়ে রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। এমন কোনও রোগী হাসপাতালে ভর্তি হলে কেন্দ্রকে তা জানাতে হবে। পাশাপাশি মহারাষ্ট্র প্রশাসনকে পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। যেকোনও মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে গেলে যাতে সামাল দেওয়ার মতো পরিকাঠামো থাকে, সেদিকেও নজর দিতে বলা হয়েছে।


ভারতে আগেও সংক্রমণ ছড়িয়েছে জিকা ভাইরাস


ভারতে আগেও সংক্রমণ ছড়িয়েছে জিকা ভাইরাস (Zika Virus Infection)। এই তালিকায় অবশ্য উত্তর ও দক্ষিণের রাজ্যগুলি সমান সমান রয়েছে। প্রথম জিকা ভাইরাস সংক্রমণ ঘটেছিল ২০১৬ সালে। গুজরাটের এক ব্যক্তির দেহে এই ভাইরাস সংক্রমণ ঘটায়। পরে মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরল, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, দিল্লি ও কর্ণাটকেও জিকা ভাইরাস সংক্রমণ ছড়ায়। ২০২৪ সালে ফের মহারাষ্ট্রে সংক্রমণ ছড়াচ্ছে এই ভাইরাস। পুণে ছাড়াও কোলাপুর ও সঙ্গমনীরে একজন করে আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এর মধ্যে রয়েছে গর্ভবতী মহিলারাও। তাদের ভ্রুণের উপর বিশেষভাবে নজর রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক।


জিকা ভাইরাস (Zika Virus Why Fatal) নিয়ে কেন বিপজ্জনক ?



  • জিকা ভাইরাস একটি মশাবাহিত রোগ।

  • ডেঙ্গির মতোই এর উপসর্গগুলি। তাই প্রাথমিকভাবে এই ভাইরাসের অস্তিত্ব বুঝে ওঠা মুশকিল।

  • জিকা ভাইরাসের সংক্রমণের জেরে জন্মগত বৈকল্য় আসতে পারে। যাকে মাইক্রোসেফালি বলা হয়।

  • গর্ভবতী থাকার সময় কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে ভ্রুণের এই বৈকল্য হতে পারে।

  • জিকা ভাইরাস সাধারণত সংক্রমণ ছড়ালেও খুব বিপজ্জনক আকার ধারণ করে না।

  • এই ভাইরাসের জেরে মৃত্যুর হার কম। তবুও সংক্রমণের হার ঠেকাতেই গোড়া থেকে তৎপর কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক।


জিকা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের উপায়


যেকোনও ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধের প্রাথমিক উপায়গুলি জিকা ভাইরাসের (Zika Virus Prevention) ক্ষেত্রেও প্রযোজ্য। তবে জিকা ভাইরাস মশাবাহিত।



  • বাড়ির আশেপাশে বর্ষায় জমা জল সরিয়ে দিতে হবে।

  • মশার লার্ভা যাতে কোথাও না জন্মায় সেদিকে লক্ষ্য রাখা জরুরি।

  • বাড়ির জানলায় জাল ব্যবস্থা করা গেলে ভাল।

  • মশা তাড়ানোর জন্য নিমের তেল বাড়ির চারপাশে ছড়িয়ে রাখার মতো প্রাকৃতিক উপায় ব্যবহার করতে পারেন।


আরও পড়ুন - Viral News: জন্মদিনের পার্টিতে মদের আয়োজন কম ছিল, বার্থডে বয়কেই পাঁচতলা থেকে ফেলে দিল ‘বন্ধুরা’


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।