কলকাতা: গত প্রায় আড়াই বছর ধরে সংক্রমণ ছড়াচ্ছে করোনাভাইরাস (Coronavirus)। সারা বিশ্বজুড়ে করোনা অতিমারিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। লক্ষ লক্ষ মানুষ তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন। আতঙ্কের অপর নাম হয়ে দাঁডি়য়েছে এই মারণ রোগ। ইতিমধ্যেই এই রোগের নানা রূপ দেখা গিয়েছে। কখনও ওমিক্রন (Omicron) নামে সংক্রমণ ছড়িয়েছে করোনাভাইরাস তো কখনও অন্য কোনও নামে। করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর পর আতঙ্ক বাড়াতে শুরু করে এরই অন্য রূপ ওমিক্রন। করোনাভাইরাসের সাধারণ লক্ষণগুলো (Omicron Symptoms) ছাড়া সম্প্রতি বেশ কিছু নতুন লক্ষণ দেখা দিয়েছে। সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন - Turmeric: কতটা হলুদ ব্যবহার উপকারী? সঠিক পরিমাণটা জানা আছে তো?
করোনাভাইরাসের লক্ষণগুলির মধ্যে জ্বর, মাথা ব্যথা, শ্বাসের সমস্যার কথা সাধারণত বেশিরভাগ মানুষ জানেন। কিন্তু সম্প্রতি বিশেষজ্ঞরা এই মারণ ভাইরাসের অন্য বেশ কিছু লক্ষণ নজর করেছেন। মূলত, সেই সমস্ত লক্ষণ ওমিক্রনের। তাঁদের মতে, এই মারণ রোগ প্রতিনিয়ত নিজের রূপ পরিবর্তন করছে। এর ফলে উপসর্গগুলিও বদলে যাচ্ছে মাঝেমধ্যেই। আগে স্বাদ, গন্ধ না পাওয়ার নানা উপসর্গ দেখা যেত। এখন এর উপসর্গও নতুন নতুন দেখা গিয়েছে।
ওমিক্রনের নতুন পাঁচ উপসর্গ-
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জ্বর, শ্বাস প্রশ্বাসের সমস্য়া, স্বাদ, গন্ধ না পাওয়া এসবের পাশাপাশি নাক থেকে জল পড়া, মাথার যন্ত্রণা, হাঁচি, গলায় ব্যথা, কাশি, কফের সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে। এই সমস্ত সমস্যাকে ওমিক্রন রি-ইনফেকশন হিসেবে ব্যাখ্যা করছেন তাঁরা। এছাড়াও গায়ে ব্যথা, পেশিতে যন্ত্রণা, রাতে ঘাম হওয়া, হজমের সমস্যা এগুলিও দেখা দিচ্ছে বর্তমানে। বর্ষাকালে সাধারণত এই সমস্ত নানা লক্ষণ দেখা দেয়। কিন্তু তার সঙ্গে ওমিক্রনের লক্ষণগুলিকে মিলিয়ে ফেললে চলবে না। এই সমস্ত উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে বলছেন বিশেষজ্ঞরা।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।