কলকাতা: বুধবার মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হতে হয় সদগুরু জাগ্গি বাসুদেবকে। সেখানে তাঁর একটি অস্ত্রোপচার করা হয়েছিল। ইশা ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। একই সঙ্গে ব্রেন মারাত্মক ভাবে ফুলে গিয়েছিল। তাই দ্রুত অস্ত্রোপচার করতে হয়। কিন্তু মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণ কেন হয় ? কীভাবেই বা তা বোঝা সম্ভব ? এই বিষয়ে এবিপি লাইভ বাংলার সঙ্গে বিশদে কথা বললেন ফর্টিস হাসপাতালের নিউরোলজিস্ট চিকিৎসক সিঞ্জন ঘোষ


মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণের কারণ (bleeding in brain reasons)


মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণের বেশ কিছু কারণ রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসক সিঞ্জন ঘোষ। তাঁর কথায়, 



  • মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণের একটা বড় কারণ হল উচ্চ রক্তচাপ। বর্তমানে এই সমস্যায় অনেকেই ভোগেন। ফলে রক্তক্ষরণের আশঙ্কাও বাড়ে।

  • চোট লাগার কারণে ব্রেনের মধ্যে ব্লিডিং হওয়ার আশঙ্কা থাকে। 

  • এছাড়াও, অনেকে রক্ত পাতলা করার ওষুধ খান। সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেই মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণের আশঙ্কা থাকে।

  • এছাড়াও, কারও রক্ত জমাট বাঁধার সমস্যা থাকলে এই বিপদ ঘটতে পারে।

  • লিভারের সমস্যায় PTINR উপাদান বেড়ে যাওয়ার কারণে রক্ত জমাট বাঁধতে পারে না। যা ব্রেনকে সরাসরি প্রভাবিত করে। 


মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণের নানা ধরন (bleeding in brain types)


মস্তিষ্কের রক্তক্ষরণ অনেকরকম হতে পারে। একটা মস্তিষ্কের ভিতরে রক্তপাত। অন্যটি মস্তিষ্কের বাইরে। আরেক ধরনের রক্তপাতকে সাবঅ্যারাকনয়েড ব্লিডিং বলা হয়। এটি সাবঅ্যারাকনয়েড স্পেসে হয়। মস্তিষ্কের বাইরে মেনিনজেস বলে একটা আবরণ রয়েছে। এই আবরণের নিচেও রক্তপাত হতে পারে। অন্যদিকে সাবডুরাল ব্লিডিং ব্রেনের ডুরা ম্যাটারের বাইরের দিকে হয়। যা চোট লাগার কারণে হতে পারে, আবার ওষুধের কারণেও হতে পারে।


কোন কোন লক্ষণ দেখা দিতে পারে (bleeding in brain signs) ?


চিকিৎসক সিঞ্জন ঘোষের কথায়, মাথা ব্যথাসহ একাধিক লক্ষণ দেখা দিতে পারে। ব্রেনের কোথায় রক্তপাত হচ্ছে, তার উপর নির্ভর করে লক্ষণগুলি পাল্টায়। যেমন –



  • শরীরের একটি দিক প্যারালাইসিস হয়ে যেতে পারে। 

  • বমি হতে পারে।

  • মাথা ব্যথা, মাথা ভার লাগতে পারে।

  • খিঁচুনির আশঙ্কা থাকে।

  • কথা জড়িয়ে যাওয়ার ভয়ও থাকে। 

  • ব্রেনের মধ্যে ব্লিডিং হলে স্ট্রোকের উপসর্গ অর্থাৎ কথা জড়িয়ে যাওয়া, খিঁচুনি, মুখ বেঁকে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়।

  • ব্রেনের বাইরে ব্লিডিং হলে মাথা ব্যথা, মাথা ভারের মতো লক্ষণ দেখা দেয়।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Health Update: চলতি বছরে বাড়তে পারে ফুসফুসের রোগ, কেন ?