Sikkim Offbeat Traveling: পাহাড়ে বেড়াতে যেতে ভালবাসেন, অথচ সিকিম যেতে চান না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। ভারতের এই রাজ্যেই অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। যা বিশ্বের তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ। দার্জিলিংয়ের মতোই সিকিমে যেতে ভালবাসেন অনেকে। কিন্তু সিকিমের পরিচিত স্থানগুলির বদলে এবার ঘুরে আসতে পারেন কিছু অফবিট এলাকায়। এই অফবিট স্থানগুলিতে লোকজনের ভিড় তেমন নেই। কিন্তু প্রাকৃতিক নিসর্গের মাঝে রয়েছে ভরপুর আনন্দ। 


রাওয়াংলা


মিয়ানাম এবং টেন্ডং পাহাড়ের মাঝখানে রাওয়াংলা অবস্থিত। সিকিমের একটি ছোট্টো শহর এটি। সিকিমের একমাত্র চা বাগান টেমি এই শহরেই রয়েছে। টেমি গ্রামের চায়ে এক চুমুক দিলেই শরীর ও মন চাঙ্গা হয়ে যায়। সিকিমের বিভিন্ন স্থানের মঠ উল্লেখযোগ্য। এর মধ্যে অন্য়তম মঠ রালং মনাস্ট্রি রাওয়াংলাতেই রয়েছে।সেই মঠে গিয়েও সময় কাটাতে পারবেন ইচ্ছেমতো। মঠের অপূর্ব সুন্দর বুদ্ধ মূর্তি যে কারওর চোখ ধাঁধাবে।


জংগু ভ্য়ালি


জংগু সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি শহর। রাজধানী গ্যাংটক থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট শহর জংগু। লেপচা উপজাতিদের এই ছোট্ট শহরের তিনভংয়ে গেলে দেখা মিলবে লেপচাদের। সেখানে তাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও পাওয়া যাবে। পাশাপাশি জংগুতে গেলে পাবেন অরগ্যানিক উপায়ে চাষ করা নানা খাবার। এই তালিকায় রয়েছে ধান, বাজরা, এলাচ, কমলালেবুর মতো খাবার ও ফল। ইকো ট্যুরিজম করা হয়েছে জংগুকে। তাই এখানে থাকার জন্য হোমস্টে পেয়ে যাবেন।


কীভাবে যাবেন ?


নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি ধরে নিতে পারেন। গাড়িতে করে সেবক, কালিম্পং হয়ে যেতে হবে রাওয়াংলা।


ট্রেনে করে প্রথমে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে সিংতাম হয়ে জংগু যেতে হবে। সময় লাগে ৬-৭ ঘণ্টা। গাড়ি বুক করে যেতে পারেন। নয়তো শেয়ার গাড়িও ভাড়া পাওয়া যায়।


সিকিমে ঘোরার সেরা সময় 


শীত অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সিকিমে গেলে ঠিকমতো ঘুরতে অসুবিধা হতে পারে। কারণ এই সময় বরফে বেশ কিছু রাস্তা বন্ধ থাকতে পারে। উত্তর সিকিমে মাঝে মাঝে ধস নামে। বর্ষায় সিকিমের অনেক জায়গায় পরিবহন অচল হয়ে যায়। তাই সিকিমে বেড়াতে যাওয়ার সেরা সময়  হল ফেব্রুয়ারির শেষ থেকে মে মাস এবং সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর মাস পর্যন্ত। 


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  Poobong Tour Guide: পাহাড়, ঝর্না-চা বাগানের মনোরম সমাহার পুবুং, উইকেন্ডে ঘুরে আসতে পারেন এই অফবিটে