কলকাতা: পাকস্থলীতে ক্যানসারের (Stomach Cancer) সম্পর্কে বহু মানুষেরই বিশদে জানা থাকে না। তাই এর নানা লক্ষণ দেখা দিলেও সাধারণ অসুস্থতা মনে করে এড়িয়ে যান। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রেই পাকস্থলীতে ক্যানসারের সমস্যা পারিবারিক ইতিহাসের কারণে দেখা দিয়ে থাকে। জেনেটিক কারণ আর তার পাশাপাশি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এই মারণ রোগ দেখা দেয়। 


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাকস্থলীতে ক্যানসার হয়েছে কিনা, তা বোঝার বেশ কিছু লক্ষণ রয়েছে। তবে, যদি এই রোগ দেখা দেয়, তাহলে আমাদের ত্বকে বেশ কিছু উপসর্গ দেখা দেয় (Skin Disease)। তাই ত্বকে কোনও সমস্যা দেখা দিলে, তা সাধারণ সমস্যা বলে এড়িয়ে গেলে চলবে না। নজর রাখতে হবে।


ত্বকে যে লক্ষণগুলি দেখা দিতে পারে পাকস্থলীতে ক্যানসার দেখা দিলে- (Stomach Cancer Symptoms)


১. বিশেষজ্ঞদের মতে, পাকস্থলীতে ক্যানসার হলে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। চুলকানি হতে পারে। ত্বকে সারাক্ষণ জ্বালা করতে পারে।


২. ত্বক ফুলে যেতে পারে আচমকা।


৩. ত্বকের রঙ আচমকা ফ্যাকাসে হয়ে যেতে পারে। 


৪. ত্বকে ছোট ছোট ফোলা ভাব দেখা দিতে পারে। এর সঙ্গে চুলকানির সমস্যাও থাকতে পারে।


আরও পড়ুন - Ginger: সকালে খালি পেটে এক টুকরো আদা খেলে কী হবে?


পাকস্থলীর ক্যানসারের অন্যান্য লক্ষণ-


১. পাকস্থলীতে ক্যানসারের ক্ষেত্রে ত্বকের সমস্যা ছাড়াও মাথা ঘোরা, বমিভাব দেখা দিতে পারে। বমির সঙ্গে রক্ত দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন।


২. বুকে জ্বালাভাব দেখা দিতে পারে।


৩. হজমের সমস্যা দেখা দিতে পারে। সবক্ষেত্রে হজমের সমস্যাকে সাধারণ বলে এড়িয়ে গেলে চলবে না। 


৪. অল্প খাবার খাওয়ার পরও পেট ভর্তি হয়ে গিয়েছে মনে হতে পারে।


৫. রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে।


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাকস্থলীতে ক্যানসার দ্রুত দেখা দেয় না। এই রোগ একটু একটু করে শরীরে বাসা বাঁধে। পাকস্থলী ক্যানসার সম্পূর্ণভাবে দেখা দেওয়ার আগের একটা পর্যায় রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই উপসর্গগুলি অবহেলা করার ফলেই তা দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উপসর্গগুলি যদি ২ থেকে ৩ সপ্তাহ টানা দেখা দিতে থাকে, তাহলে তা চিন্তার কারণ বৈকি।


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।