কলকাতা: মৃত্যু নিয়ে বহু মানুষ নানা গবেষণা করে থাকেন। মৃত্যুর (Death) আগের মুহূর্তে মানুষের মানসিক কী কী অবস্থা দেখা দেয়, মৃত্যুর আগের মুহূর্ত কেমন হয়, এসব নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছিলেন বহু মানুষ। সম্প্রতি একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। যেখানে জানা যাচ্ছে মৃত্যুর আগের মুহূর্তে মানুষ কী দেখে।
গবেষকরা জানাচ্ছেন, যখন কোনও ব্যক্তির মৃত্যু হয়, তখন তার মানসিক অবস্থা কেমন থাকে, অথবা, তার মস্তিষ্কে কী কী চলতে থাকে সে নিয়ে দীর্ঘ গবেষণা চলছিল। গবেষণা শেষে তাঁদের মত, মৃত্যুর আগে মানুষ তাঁর গোটা জীবনটা চোখের সামনে দেখতে পান। স্নায়ুবিদরা দীর্ঘ বছর ধরে মৃত্যুর আগে মানুষের মস্তিকে কী প্রভাব পড়ে, তা নিয়ে নানা গবেষণা করে চলেছেন।
আরও পড়ুন - Blood Pressure: যে অভ্যাসগুলো বদলালেই নিয়ন্ত্রণে থাকবে উচ্চ রক্তচাপ
এজিং নিউরোসায়েন্স জার্নালে একটি তথ্য প্রকাশ হয়েছে। যে তথ্যে জানা গিয়েছে, আমাদের মস্তিষ্ক মৃত্যুর মুহূর্ত পর্যন্ত সচল থাকে। মস্তিষ্কের কোনও না কোনও অংশ সজাগ থাকে। তথ্যটিতে জানানো হচ্ছে, যখন কোনও মানুষের মৃত্যুর সময় আসে, মস্তিষ্ক তা আগে থেকেই টের পেয়ে যায়। সেই সময় মস্তিষ্কে ওই ব্যক্তির সমগ্র জীবনটা চোখের সামনে ভেসে ওঠে। ভালো কাটানো সময়, দুঃখের দিন, খারাপ সময় হোক কিংবা মনে থাকার মতো কোনও ঘটনা, সমস্ত জীবনটা ফ্ল্যাশব্যাকের মতো চোখের সামনে ভেসে ওঠে।
এক গবেষক জানাচ্ছেন, আমরা বেশ কিছু দিন ধরে এই গবেষণা চালাচ্ছি। যেখানে দেখা হয় মৃত্যুর ৩০ সেকেন্ড আগে কোনও ব্যক্তির মস্তিষ্ক কীভাবে কাজ করে। হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত মস্তিষ্কে কী কী কাজ হতে থাকে, তা দেখা হয় এই গবেষণায়। প্রতিটা ক্ষেত্রেই দেখা গিয়েছে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ব্যক্তি তাঁর গোটা জীবনটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। তাঁর মস্তিষ্কে গোটা জীবনের নানা ঘটনা স্মৃতিচারণ হচ্ছে।