Vastu Tips: বাড়িতে রাখুন এই জিনিসগুলো, নিমেষে দূর হবে আর্থিক সঙ্কট
আর অবশ্যই ঘরে রাখুন এই জিনিসগুলো যা আপনার অর্থভাগ্যকে খানিক তরান্বিত করবে। ঘর থেকে কী কী সরাবেন আর কী কী রাখবেন জেনে নিন।
আর্থিক সঙ্কট কাটাতে সকলেই মরিয়া হয়ে থাকেন। তবে বাস্তুবিদরা বলছেন বাড়ির মধ্যে কয়েকটি ভুলের কারণে অর্থাভাব দেখা দিতে পারে আপনার জীবনে। পরিশ্রমের পাশাপাশি এই ভুলগুলো শুধরে নিন। আর অবশ্যই ঘরে রাখুন এই জিনিসগুলো যা আপনার অর্থভাগ্যকে খানিক তরান্বিত করবে। ঘর থেকে কী কী সরাবেন আর কী কী রাখবেন জেনে নিন।
আর্থিক সঙ্কট ঘোচাতে বাড়িতে সরিয়ে ফেলুন এই কয়েকটি জিনিস
অপ্রয়জনীয় কাগজ পুরনো বিল
আমরা এমন অনেক অদরকারি কাগজ পুরনো বিল ইত্যাদি রেখে দিই ঘরের মধ্যে। যার কারণে অর্থভাগ্য খারাপ হতে পারে বলে জানাচ্ছেন বাস্তুবিদরা। আজই সরিয়ে ফেলুন এই জিনিসগুলো
ভাঙা বাসন
রান্নাঘরে ভাঙা বাসন, ছেঁড়া কাপড় ইত্যাদি রাখবেন না। মাসে যে কোনও একদিন সময় নিয়ে এই আবর্জনাগুলো সরিয়ে ফেলুন বাড়ি থেকে।
ছেঁড়া টাকা
মানি ব্যাগ পরিষ্কার রাখুন। সেখান থেকে পুরনো ছেঁড়া টাকা সরিয়ে ফেলুন। বিশেষজ্ঞরা অন্তত এমনটাই বলছেন।
ঘর বাড়িতে ধুলো
জানলা, দরজায় ধুলো জমতে দেবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘরের কোণায় মাকড়সার জাল হয়ে থাকলে এখনই বিদায় করুন এগুলি। অন্যথায় আপনার অর্থ ভাগ্যে প্রভাব পড়বে বলেই মনে করছেন বাস্তুবিদরা।
ঘরের সামনে জুতো খুলে রাখবেন না
একটা নির্দিষ্ট জায়গা রাখুন। জুতো সেখানেই রাখবেন। যাতায়াতের পথে জুতো রাখলে লক্ষ্মী দেবীর প্রবেশে বিঘ্ন ঘটে বলেই মনে করছেন বাস্তুবিদরা।
অর্থভাগ্য ফেরাতে ঘরে কী কী রাখবেন
লক্ষ্মী এবং কুবের
লক্ষ্মী সমৃদ্ধির দেবী। অর্থাভাব মেটাতেও তাঁর আরাধণা করে থাকেন অনেকেই। তবে সকলেই জানেন লক্ষ্মী চঞ্চলা, তাই নিষ্ঠা মেনেই তাঁর পুজো করতে পরামর্শ দেন বিশেষজ্ঞকা। পাশাপাশি লক্ষ্মীকে স্থির রাখতে কুবেরের ছবি রাখুন তাঁর সামনে। এতে আপনার ঘরে লক্ষ্মীর অধিষ্ঠান হবে।
বাস্তু পিরামিড
রুপো, পিতল অথবা তামার পিরামিড বাড়িতে রাখলে উন্নতি হয়। যে স্থানে বাড়ির সদস্যরা বেশি সময় কাটায়, সেখানে পিরামিড রাখা উচিত।
ধাতুর মাছ, কচ্ছপ
বাস্তুবিদদের মতে বাড়িতে ধাতুর তৈরি মাছ ও কচ্ছপ রাখা শুভ। এর ফলে বাড়ির সমস্যা দূর হওয়ার পাশাপাশি সম্পদের আগমন ঘটে। এই ধাতুর মাছ ও কচ্ছপ দারিদ্র দূর করে।
গণেশের মূর্তি
গণেশ সমৃদ্ধির দেবতা। গণেশের আরাধনায় সঙ্কট দূর হয়। বড় সম্ভব না হলে ছোট গণেশের মূর্তি রাখুন। প্রতি বুধবার দুর্বা, লাড্ডু সহযোগে কর্পূরের আরতি করুন। এতে মনস্কামনা পূর্ণ হবে এবং আর্থিক অনটন দূর হবে। এ ছাড়াও ঘরে হাতির মূর্তি, মানিপ্ল্যান্ট রাখতে পারেন।