Viral Video girl hanging from Temple terrace: কেউ দাদুর শ্রাদ্ধে সাজগোজ করে শশ্মানে যাচ্ছে। কেউ আবার দিদার শ্রাদ্ধে। অন্যদিকে আবার এইসবের নিন্দা-বিদ্রুপ করে রোস্ট ভিডিয়ো বানাচ্ছে ভাইরাল হতে চাওয়া আরও কিছু ভ্লগার। জনপ্রিয়তা কুড়োতে অনেকেই অনেকরকম স্টান্ট দেখিয়ে থাকেন। সম্প্রতি এক ভিডিয়োতে তেমনটাই দেখা গেল। মন্দিরের ছাদ থেকে একটি মেয়েকে একটি ছেলের হাত ধরে ঝুলতে দেখা যায়। শূন্যে ঝুলে ছিল ওই মেয়েটি। সেই সময় অন্য একজন সেই ভিডিয়ো শুট করেন। কিন্তু এই ভিডিয়ো দেখে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটজগতে।


ভাইরাল হওয়ার কামনায়


ভ্লগারদের জগতের দিকে তাকালে দেখা যাবে, ভাল ভ্লগাররা যেমন রয়েছেন, তেমনই সস্তার জনপ্রিয়তা কুড়োনোর ভ্লগাররাও রয়েছেন। ভাইরাল হতে অনেকরকম স্টান্টের ভিডিয়ো দেখা যায় নেটদুনিয়ায়। কাউকে দেখা যায় বাইকের উপর স্টান্ট দেখাতে। কাউকে দেখা যায় রেললাইনের উপর দাঁড়িয়ে স্টান্ট দেখাতে। এবার ভিডিয়ো অবশ্য সেসব স্টান্টের সীমা ছাড়িয়ে গেল। অনেকটা সিনেমার ধাঁচে পাহাড থেকে পড়ে যাওয়ার অভিনয় করতে দেখা যায় ওই মেয়েটিকে। সেই সময় ছেলেটি তাঁর হাত ধরে বাঁচাচ্ছে, এমনটাও দেখা গিয়েছে। ভিডিয়োটি একটি মন্দিরের উপর থেকে শুট করা হয়। কিন্তু ঠিক কোথাকার এই ভিডিয়ো, তা জানা সম্ভব হয়নি। 


নেটিজেনদের প্রতিক্রিয়া


সাধারণত এই ধরনের ভাইরাল ভিডিয়ো প্রশংসা ও প্রচুর পরিমাণে ভিউস পাওয়ার জন্যই করা হয়ে থাকে। ভ্লগারদের আশা থাকে, সাহসের জন্য তাঁর প্রোফাইল রিচ পাবে। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটি তার উল্টো হয়। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর থেকে প্রচুর মানুষ নিন্দায় মুখর হয়ে ওঠেন। অনেকেই কমেন্টে লেখেন, এই ধরনের ভিডিয়ো শুট করা একেবারেই উচিত নয়। কয়েকটা লাইকের জন্য বরং এটি নিজের প্রাণ নিয়ে খেলা।


দেখুন সেই ভিডিয়ো


নেটিজেনদের পুলিশকে অভিযোগ


ভিডিয়োটির কমেন্টে সেকশনে কিছু নেটিজেন পুলিশদের ট্য়াগ করেন। পুলিশকে এই ভ্লগারকে গ্রেফতার করার আর্জি জানান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত পুলিশ কী ব্যবস্থা নিয়েছে তা জানা যায়নি। তবে নেটিজেনদের অনেকেই ক্ষুব্ধ হয়েছেন, তা বোঝা যায়। সিনেমায় এই ধরনের দৃশ্য সাধারণত ভিএফএক্স বা স্টান্টম্যানদের দিয়ে করানো হয়। তার সঙ্গে প্রচুর নিরাপত্তাও থাকে। কিন্তু এই ক্ষেত্রে সেসবের কোনও বালাই ছিল না।


আরও পড়ুন - Viral News: চিপসের মধ্যে মৃত ব্যাঙ ! খেতে খেতেই দেখতে পেল ৪ বছরের শিশু


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।