Health News: ওজন কমানোর ওষুধেই অন্ধ হওয়ার ফাঁদ লুকিয়ে। সম্প্রতি এক গবেষণায় জানা গেল এমনটাই। ম্যাসাচুসেটস ইনস্টিটিউটের আই অ্যান্ড ইয়ার হসপিটালে সাম্প্রতিককালে একটি গবেষণা হয়। তাতে দেখা গিয়েছে, ওজন কমানোর বিখ্যাত ওষুধগুলি চোখের একটি রোগের জন্য দায়ী। যার ফলে একজন দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন যেকোনও সময়।
কী সেই ওষুধ ?
ম্যাসাচুসেটস ইনস্টিটিউটের ওই গবেষণা মতে, ইউগোভি ও ওজেম্পিক সেই দুটি ওষুধ। বাজারে এই দুই ধরনের ওষুধ ওজন কমানোর জন্য বেশ বিখ্যাত। পাশাপাশি ডায়াবেটিসে ভুগছেন যারা, তাদেরও দেওয়া হয়ে থাকে। এবার এই ওষুধেই সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছেন গবেষকরা। ওষুধগুলি থেকে চোখের গুরুতর রোগ হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি একজন অন্ধও হয়ে যেতে পারেন বলে দাবি গবেষকদের।
নন-আর্টেরিটিক অ্যান্টিরিয়র ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি
এটিই সেই চোখের রোগ। দাঁতভাঙা রোগটিকে সংক্ষেপে চিকিৎসকরা নাইয়ন (NAION) বলে থাকেন। গবেষকদের কথায়, ওষুধগুলির সঙ্গে এই রোগ দুটির সিগনিফিক্যান্ট কোরিলেশন দেখা গিয়েছে। অর্থাৎ দুইয়ের মধ্যে যোগকে মোটেই উড়িয়ে দেওয়া ঠিক নয় বলে জানাচ্ছেন গবেষকরা।
সুগারের রোগীরা বেশি বিপদে
সুগারের রোগীদের প্রায়ই এই ওষুধ দেওয়া হয়। কারণ ওষুধগুলি ইনসুলিনের কর্মক্ষমতা বাড়ায়। যার ফলে রক্তে সুগার নিয়ন্ত্রণে থাকে। কিন্তু একই সঙ্গে এগুলির মধ্যে থাকা একটি বিশেষ চোখের বিপদ ডেকে আনতে পারে।
অতিরিক্ত ওজন হলেও রয়েছে ঝুঁকি
যাদের অতিরিক্ত ওজন রয়েছে, তাঁদেরও ঝুঁকি কম নয়। কারণ বেশি ওজন হলেও অনেকে এই ওষুধ খেয়ে ওজন কমাতে যান। সেক্ষেত্রেও একই বিপদ।
কোন প্রোটিন দায়ী এই ক্ষেত্রে ?
সেমাগ্লুটাইড নামের একটি বিশেষ প্রোটিন এই চোখের রোগটির জন্য দায়ী। এর প্রভাবেই অপটিক নার্ভের ক্ষতি হতে থাকে। যার ফলে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় দৃষ্টিশক্তি।
কী বলছেন গবেষক ?
গবেষক রিজো সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, ওজন কমানোর ওষুধ সম্পর্কে এই তথ্যটি চিকিৎসাবিজ্ঞানে আগে জানা ছিল না। তাই যারা এই ওষুধ খান তাদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত পুনরায়। ওষুধের খারাপ প্রভাব থেকে বাঁচতে সময় থাকতেই বন্ধ করতে হবে এটি খাওয়া।
আরও পড়ুন - Brain Eating Amoeba: ৩ মাসে ৩ মৃত্যু, কতটা বিপজ্জনক হতে পারে মস্তিষ্কখেকো অ্যামিবা ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।