কলকাতা: অনেককেই বলতে শোনা যায়, মাথা আছে যখন, মাথা ব্যথাও থাকবে। তাছাড়া, রোজকার জীবনে কতশত কাজ, ঝামেলা, অশান্তি ও সমস্যা সামাল দিতে হয়। সব সামলানোর পর মাথাও ক্লান্ত হয়ে পড়ে। আর তখনই শুরু হয়ে যায় মাথা ব্যথা। অনেকেই সাধারণ ব্যথার ওষুধ খেয়ে শুয়ে পড়েন। কেউ কেউ আবার মাথায় তেল মালিশ করে আরাম পান। কিন্তু কিছু ক্ষেত্রে মাথা ব্যথা সামান্য় মাথা ব্যথায় আটকে থাকে না। বরং তার থেকে আরও বড় সমস্যার সূত্রপাত হতে পারে। সম্প্রতি এই নিয়েই কথা বললেন কিছু চিকিৎসক। মাথা ব্যথার নানা দিক তারা তুলে ধরলেন তাঁদের কথায়।
মাথা ব্যথা নিয়ে মাথা ব্যথা কখন
কখনও কখনও গুরুতর রোগের লক্ষণও হতে পারে মাথা ব্যথা। তখন এই ব্যাপারে সতর্ক না হলেই নয়। কারণ মাথা ব্যথা থেকে শারীরিক অক্ষমতা আসতে পারে। এমনকি মৃত্যুর কারণ হতে পারে বলেও জানালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুধীর কুমার। নিজের সমাজমাধ্যমের পোস্টে তিনি লেখেন, ঘন ঘন মাথা ব্যথার সমস্য়াকে তাই একেবারেই অবহেলা করা ঠিক নয়।
মাইগ্রেন ও মাথা ব্যথা
বেশিরভাগ ক্ষেত্রেই মাথা ব্যথার বড় কারণ মাইগ্রেন। তবে সব ক্ষেত্রে তা হয় না। বরং কিছু ক্ষেত্রে মাথা ব্যথা অভ্যন্তরীণ রক্তক্ষরণ থেকে হতে পারে। সাবঅ্যারাকনয়েড হেমারেজ তেমনই একটি রক্তক্ষরণ। যা মৃত্যুর কারণ হতে পারে।
সদগুরুর মাথার যন্ত্রণা
সম্প্রতি মাথার যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সদগুরু। মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণই ছিল তাঁর মাথার যন্ত্রণার কারণ। তবে রক্তক্ষরণ ছাড়াও মাথা ব্যথা হতে পারে। তেমনই মাথা ব্যথার পশ্চাতে থাকতে পারে টিউমার। স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সুধীরের মতে, মাথা ব্যথার কারণে ঘুম ভেঙে গেলে, হাঁটতে গেলে মাথার যন্ত্রণা হলে, বমি পেলে, কোনও জিনিস দুটো দেখলে তা টিউমারের লক্ষণ হতে পারে।
ব্রেন টিউমার থেকে স্ট্রোকের আশঙ্কা
ব্রেন টিউমার ঠিক সময় ধরা না হলে তা থেকে স্ট্রোকের আশঙ্কা থাকে। যা আরও বিপজ্জনক। স্ট্রোক থেকে বেঁচে ফেরা গেলেও অঙ্গহানির ভয় থাকে। শরীরের কোনও অংশ অক্ষম হয়ে যেতে পারে। আবার মেনিনজাইটিস অর্থাৎ ব্রেনের আবরণ মেনিনজেসের রোগের কারণেও মাথায় প্রচন্ড যন্ত্রণা হতে পারে। তাই মাথার যন্ত্রণা হলে তাকে কোনওমতেই অবহেলা করা ঠিক নয়।
আরও পড়ুন - Health Research: সুগার লেভেল মেপে দেবে ১০ টাকার কাগজ!