কলকাতা: মহিলাদের মধ্যে ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা কম। তার বড় কারণ একটি স্ত্রী হরমোন। সেটি ইস্ট্রোজেন। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে কেন ইস্ট্রোজেন ফ্যাটি লিভারকে (fatty liver) প্রতিরোধ করে। সুইডেনের কারোলিনস্কা ইন্সটিটিউটের একটি গবেষণায় দেখা গিয়েছে, ইস্ট্রোজেনে থাকা একটি বিশেষ প্রোটিনই নাকি এর পিছনে রয়েছে। আর সেই সূত্র ধরে ফ্যাটি লিভারের ওষুধ তৈরির দিকে এগোতে পারে আগামী গবেষণা। পরবর্তী গবেষণায় ফ্যাটি লিভারের ওষুধ প্রতিরোধী ওষুধ আবিষ্কারের চেষ্টা চলতে পারে। 


মেনোপজ পর্যন্ত সুরক্ষিত মেয়েরা


মেনোপজ পর্যন্ত এই ব্যাপারে সুরক্ষা পান মেয়েরা। কারণ ততদিন তাঁদের স্ত্রী হরমোন ইস্ট্রোজেনের ক্ষরণ বন্ধ হয় না। মেনোপজের পর ইস্ট্রোজেনের ক্ষরণ বন্ধ হয়ে গেলে ফ্যাটি লিভারের (fatty liver in women) আশঙ্কা বেড়ে যায়‌। তবে হরমোনের ওঠানামার কারণেও কারও কারও ফ্যাটি লিভার হতে পারে।  


খোঁজ মিলল একটি বিশেষ প্রোটিনের


কিন্তু ইস্ট্রোজেন কেন ফ্যাটি লিভার কেন রোধ করে‌ ? এতদিন পর্যন্ত এর কোনও স্পষ্ট উত্তর ছিল না গবেষকদের কাছে। বর্তমান গবেষণায় দেখা গিয়েছে, ইস্ট্রোজেনের মধ্যে একটি বিশেষ প্রোটিন থাকে। এই প্রোটিনটির নাম TEAD1। লিভার ফ্যাট সেলকে কীভাবে শুষে নেবে, তা ঠিক করে দেয় এই বিশেষ প্রোটিন। এই প্রোটিন না থাকলে লিভারে বাজে ফ্যাট জমতে শুরু করে। যা এক সময় ফ্যাটি লিভারের চেহারা নেয়। ঠিক সময়ে তার চিকিৎসা না হলে লিভার সিরোসিস বা ক্যানসার হতে পারে।


কী বলছেন গবেষকরা ?


টিউমার ও সেল বায়োলজি, মাইক্রোবায়োলজি বিভাগের  প্রবীণ গবেষক ক্লডিয়া কুটের সংবাদমাধ্যম এএনআই-কে বলেন, মহিলারা প্রাকৃতিকভাবেই হরমোনের কারণে ফ্যাটি লিভারের বিরুদ্ধে সুরক্ষা পান। পুরুষরা তা পান না। সম্প্রতি একটি ওষুধ সংস্থা এই প্রোটিনকে নষ্ট করে এমন একটি ওষুধ তৈরি করছে। ওষুধটি ক্যানসার চিকিৎসার জন্য। তবে প্রোটিনটি ক্যানসারের ঘটাতে দায়ী থাকলেও নিজে সরাসরি দায়ী নয়। 


ওষুধ তৈরির গবেষণা


বর্তমানে ওবেসিটি দিন দিন বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফ্যাটি লিভারের সমস্যা। তাই এই সমস্যার মোকাবিলা  করতে গবেষণার আগ্রহ হয়ে উঠছে এই নয়া প্রোটিন (fatty liver treatment)। এটি দিয়ে নতুন ওষুধ তৈরির পরিকল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই । ওষুধটি তৈরি হলে সঠিক সময়ে ফ্যাটি লিভার হওয়া প্রতিরোধ করা সম্ভব। সেক্ষেত্রে ওবেসিটির বড় সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব হবে। 


আরও পড়ুন -  Health News: বেশি ঘুম দরকার মহিলাদের? কী বলছে গবেষণা