কলকাতা: কোভিডের পরিসংখ্যানের মতোই চমকে দিতে পারে টিবি রোগের পরিসংখ্যান। সারা বিশ্বে এই রোগে প্রতি বছর প্রায় এক কোটির বেশি মানুষ আক্রান্ত হন। অন্য়দিকে শিশুদের মধ্যেও প্রবলভাবে উপস্থিত রয়েছে টিবি রোগ (World TB Day 2024)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরিসংখ্যান বলছে, প্রতি বছর ১০ লাখ বাচ্চা এই রোগে আক্রান্ত হয়। প্রত্যেকের বয়স ১৫ বছরের নিচে। যাদের মধ্যে অর্ধেক বাচ্চার রোগ ধরা পড়ে না। 


কী কী লক্ষণ দেখা দেয় বাচ্চাদের মধ্যে ?


এই প্রসঙ্গে মারেনগো এশিয়া হাসপাতালের নিওন্যাটোলজি ও পেডিয়াট্রিক্সের চিকিৎসক লোকেশ মহাজন সংবাদমাধ্যম আইএএনএস-কে জানান, টিউবারকিউলোসিসে আক্রান্ত বাচ্চাদের মধ্যে প্রাথমিকভাবে জ্বরের লক্ষণ দেখা দেয়। জ্বর সহজে কমতে চায় না। রাতের দিকে বেশি জ্বর আসে।


কোন ক্ষেত্রে টিবি রোগের ঝুঁকি বেশি ?



  • শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে

  • বয়স চার বছরের কম হলে

  • বয়ঃসন্ধিক্ষণের সময় টিবি রোগের আশঙ্কা বেশি।


টিকাতেই সমাধান


তবে টিবি রোগ প্রতিরোধ করা সম্ভব বলেই জানাচ্ছেন চিকিৎসক লোকেশ মহাজন। তিনি বলেন, বিসিজি টিকা দিলেই বাচ্চাদের (BCG vaccine for children) টিবি রোগের বিপদ থেকে অনেকটাই বাঁচিয়ে রাখা সম্ভব। বিসিজি টিকার পুরো নাম ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। এই টিকা শুধু যে টিবি রোগ থেকেই রেহাই দেয়, তা নয়। টিবি রোগের আরও বেশ কিছু ধরন রয়েছে। মিলিটারি টিবি, সিএনএস টিউবারকিউলোসিস, টিবি মেনিনজাইটিসের মতো মারাত্মক রোগ থেকেও রেহাই দেয় বিসিজি টিকা (BCG vaccine)।



  • সাধারণত জন্মের সময়ই এই টিকা শিশুদের দেওয়া উচিত।

  • তা না হলে দুই বছর বয়স হওয়ার মধ্যে টিকা নিতে হবে।

  • জন্মের সময় টিকা নেওয়ার পর ক্যাচ আপ টিকা পাঁচ বছর বয়স পর্যন্ত নেওয়া যাবে।


আর কী জানাচ্ছেন চিকিৎসক ?


অন্যদিকে সিকে বিড়লা হাসপাতালের চিকিৎসক কুলদীপ কুমার গ্রোভার সংবাদমাধ্যম আইএএনএস-কে বলেন, এই টিকা নিলে টিবি রোগের আর ভয় থাকে না। শুধু যে ওই বাচ্চার উপকার হয়, তা-ই নয়। অন্যদেরও এতে উপকার হয়। কারণ অন্যদের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Health Update: অন্ত্রের ক্ষতি করছে এই ৫ খাবার, কী খাবেন তবে ?