Accident News: বাইক, ভ্যানের তীব্র ধাক্কা, যাত্রীরা ছিটকে কুয়োয়, 'বিষ বাষ্প 'ই গিলে গেল ১২ প্রাণ?
Madhya Pradesh News : গিয়েছিলেন উদ্ধার করতে , কিন্তু নিজেই তলিয়ে যান। স্থানীয় সূত্রে খবর, ওই কুয়োতে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে মৃত্যু হয়েছে তাঁর।

নয়াদিল্লি : ভয়াবহ দুর্ঘটনা ! রবিবার মধ্যপ্রদেশের মান্দসৌরে মর্মান্তিক মৃত্যু হল ১২ জনের । এর মধ্যে একজন স্থানীয় ব্যক্তিও । তিনি উদ্ধার করতেই গিয়েছিলেন।
রবিবার মান্দসৌরে একটি ভ্যান আসছিল দ্রুত গতিতে। আরেকটি মোটরসাইকেলও আসছিল দ্রুত গতিতে। সামনা সামনি হতে কেউই গতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। ছিটকে গিয়ে পড়ে পাশের একটি কুয়োর মধ্যে। আর সেখানেই মোটরসাইকেল আরোহী সহ ১২ জন মারা যান। নিহতদের মধ্যে একজন স্থানীয় ব্যক্তিও রয়েছেন। তিনি গিয়েছিলেন উদ্ধার করতে , কিন্তু নিজেই তলিয়ে যান। স্থানীয় সূত্রে খবর, ওই কুয়োতে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে মৃত্যু হয়েছে তাঁর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন । নিহতদের পরিবার ও আহতদের জন্য ২ লাখ টাকা করে সহায়তা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের জানান, মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে দাবি, মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার ফলে ই দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর ভ্যানে ১৩ জন ছিলেন। এর মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে এবং নয়জন মারা গিয়েছেন। তিনি বলেন। মনোহর নামে এক গ্রামবাসী উদ্ধার করতে নেমেছিলেন কুয়োয়। তিনিও মারা যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, "প্রাথমিকভাবে মনে হচ্ছে, মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়ার পর ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ভ্যানটি কূপে পড়ে যায়।" বাইক আরোহীও মারা গেছেন।
মুখ্যমন্ত্রী মোহন যাদবও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন । সরকারি তথ্য অনুসারি, স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ চালিয়েছে তৎপরতার সঙ্গে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করেছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তাঁর আর্থিক সহায়তা তহবিল থেকে নিহতদের পরিবারের প্রত্যেক সদস্যকে ২ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং কম আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।' তিনি বলেন, 'আমি বাবা মহাকালের কাছে প্রার্থনা করি যেন তিনি প্রয়াতদের আত্মাকে শান্তি দান করেন এবং তাদের চরণে স্থান দেন।'






















