এক্সপ্লোর
Advertisement
৪৮ হাজার টাকা ডোনেশন, ঝাড়খন্ডের তিন পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার বিমানের টিকিট কিনে দিল ১২ বছরের মেয়ে
তার মা জানিয়েছেন, নীহারিকা লকডাউনে বিপাকে পড়া পরিযায়ী শ্রমিকদের খবর শুনে, তাদের সারি বেঁধে হাঁটার ছবি দেখে বিমর্ষ হয়ে পড়ত। মায়ের কাছেই সে জানায়, ওদের জন্য কিছু করতে চায় নিজের সঞ্চয় ডোনেট করে।
কলকাতা: স্টারদের মতো কোটি কোটি টাকা ডোনেশন দেয়নি, সেই সামর্থ্যও থাকার কথা নয় ১২ বছরের মেয়েটির, কিন্তু নোভেল করোনাভাইরাসে বিপন্ন মানুষকে নিজের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সে প্রমাণ করেছে, মানবতা আজও বেঁচে আছে আর সেজন্য জীবন চলছে। নিজের সঞ্চয়ের অর্থ থেকে ৪৮ হাজার টাকা দিয়ে ঝাড়খন্ডের তিন পরিযায়ী শ্রমিকের ঘরে ফেরার বিমানের টিকিটের ব্যবস্থা করেছে নীহারিকা দ্বিবেদী নামে ওই কিশোরী। ওই তিন শ্রমিকের একজন ক্যান্সার আক্রান্ত।
Noida: A 12-year-old girl, Niharika Dwivedi, gives away Rs 48,000 from her savings to send three migrant workers to Jharkhand via air. She says, "Society has given us so much & it is our responsibility to pay back to it in this crisis". (31.5.2020) pic.twitter.com/LOPbpI7IYF
— ANI UP (@ANINewsUP) May 31, 2020
নীহারিকা অষ্টম শ্রেণির ছাত্রী, নয়ডার বাসিন্দা। দুবছর ধরে তিল তিল করে জমানো সঞ্চয় যাদের জন্য় সে ঢেলে দিল, তাদের কারও সঙ্গে তার রক্তের সম্পর্ক না থাকলেও মানবতার ডাকে সাড়া দিল সে। তার বার্তাটি সহজ, অথচ জোরালো, সমাজ আমাদের এত কিছু দিয়েছে যে এই বিপদের সময় তাকে কিছু ফিরিয়ে দেওয়ার দায় আমাদের সবার।
তার মা জানিয়েছেন, নীহারিকা লকডাউনে বিপাকে পড়া পরিযায়ী শ্রমিকদের খবর শুনে, তাদের সারি বেঁধে হাঁটার ছবি দেখে বিমর্ষ হয়ে পড়ত। মায়ের কাছেই সে জানায়, ওদের জন্য কিছু করতে চায় নিজের সঞ্চয় ডোনেট করে। নীহারিকার দাবি মতোই তার পরিবার কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে ঝাড়খন্ডের তিন শ্রমিকের খোঁজ পায়, যারা অর্থাভাবে ঘরে ফিরতে পারছিল না। তাদের বিমানের টিকিট কেনা হয় নীহারিকার দেওয়া টাকায়। মানুষের বিপদে মানুষেরই পাশে থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement