এক্সপ্লোর
Wireless Electricity Research: বাতাস ভেদ করে পৌঁছে গেল বিদ্যুৎ, প্লাগ-তার ছাড়া ওয়্যারলেস ইলেকট্রিসিটি, অসম্ভব সম্ভব হল
Wireless Electricity: অসম্ভবকে সম্ভব করে দেখালেন গবেষকরা। ছবি: AI দিয়ে তৈরি, ফ্রিপিক।
ছবি: AI দিয়ে তৈরি, ফ্রিপিক।
1/12

তারের প্রয়োজনই পড়ল না। বাতাসের মাধ্যমেই পৌঁছে গেল বিদ্য়ুৎ। একেবারে অসম্ভবকে সম্ভব করে দেখালেন ফিনল্যান্ডের গবেষকরা।
2/12

তার, প্লাগ বা অন্য কোনও মাধ্যম ছাড়া, Wifi-এর মতো করে বিদ্যুৎ সরবরাহের রাস্তা খুঁজে বের করতে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন ফিনল্যান্ডের গবেষকরা। এবার সেই কাজে সফল হলেন তাঁরা।
Published at : 20 Jan 2026 04:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















