এক্সপ্লোর
Advertisement
ইভিএম কারচুপি নিয়ে ফের সোচ্চার চন্দ্রবাবু নাইডু, ব্যালটে ফিরে যাওয়ার ডাক টিডিপি সুপ্রিমো-র
অমরাবতী: ব্রিগেডের মঞ্চে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে সোচ্চার হয়েছিলেন। আবারও সেই ইভিএম বিরোধিতা স্পষ্ট করে দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। অমরাবতীতে নিজের পার্টির বিধায়কদের মিটিং-এ তেলুগু দেশম পার্টি সুপ্রিমো ইভিএমের প্রতি তাঁর অনাস্থার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ইভিএম কারচুপি করার ১০০ শতাংশ সুযোগ আছে। হ্যাকারদের হাতে গণতন্ত্রের বলি দেওয়া সম্ভব নয়।
নির্বাচন কমিশনের কাছে তাঁর দাবি, হয় ভোটার ভেরিফিকেবল পেপার অডিট ট্রেল (VVPAT) দেওয়া নিশ্চিত করা হোক, নইলে ব্যালটে ফিরে যাওয়া হোক। চন্দ্রবাবুর মতে, প্রযুক্তির মাধ্যমে ইভিএম কারচুপি খুবই সহজ। নির্বাচন পরিচালনার দায়িত্ব কমিশনের, তাই বলে তারা কোনও পদ্ধতি জোর করে চাপিয়ে দিতে পারে না, যার উপর সাধারণ মানুষের ভরসা নেই। ব্রিগেডের বক্তব্যের সুর ধরেই টিডিপি সুপ্রিমো বলেন, বহু উন্নত দেশই ইভিএম ব্যবহার করে না। তাহলে এ-এদেশের মানুষের উপর ইভিএম ব্যবস্থা যেন চাপিয়ে দেওয়া না হয়।
আগেই টিডিপি মোদি সরকারের ২০১৯-২০ সালের পূর্ণ বাজেট পেশের ভাবনার বিরোধিতা করেছে। তাদের সওয়াল, যে সরকারের মেয়াদ আর দু’মাস, তারা কেন সারা বছরের জন্য বাজেট পেশ করবে। সরকারের এই পদক্ষেপকে অগণতান্ত্রিক বলে সমালোচনা করেন টিডিপি নেতা ওয়াই.সত্যনারায়ণ চৌধরি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement