এক্সপ্লোর
Rath Yatra 2025: দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা, রশি টেনে সূচনা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: আজ রথযাত্রা। দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব।
ছবি সৌজন্যে - PTI
1/8

প্রথমবার দিঘার রথের রশিতে পড়ল টান। গতকাল রাতেই রথগুলি মন্দির চত্বর থেকে বের করে রাস্তায় এনে রাখা হয়। এদিন এই রথগুলিতে স্থাপন করা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রার নিমকাঠের তৈরি বিগ্রহ ও সুদর্শন চক্র।
2/8

মন্দিরেই রয়েছে পাথরের তৈরি মূর্তিগুলি। সকাল সাড়ে নটা থেকেই শুরু হয় পুজোপাঠ। দুপুর দুটো থেকে চলবে আরতি। দুপুর আড়াইটে নাগাদ দিঘার মন্দির থেকে গড়ায় রথের চাকা।
3/8

তার আগে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন মুখ্যমন্ত্রী। রথে চড়ে এক কিলোমিটার দূরে মাসির বাড়িতে যান জগন্নাথ, বলরাম, সুভদ্রা।
4/8

রথযাত্রা আগে দিঘা-পুরী নিয়ে চরমে ওঠে সংঘাত। এদিন ফেসবুকে রথযাত্রার ছবি পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টে সবার জন্য শুভকামনা করেন তিনি।
5/8

সোশ্যাল মিডিয়ায় পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, "নবনির্মিত দিঘার জগন্নাথধামে ভক্তি ও শ্রদ্ধায় প্রথমবার রথযাত্রা উৎসবের শুভ সূচনা করলাম। দেশ-বিদেশের হাজার হাজার পুণ্যার্থী আজ পবিত্র রথযাত্রায় অংশ নিয়েছেন। আমিও এবার দিঘার জগন্নাথধামে মানুষের মাঝে উপস্থিত থেকে রথের রশি টানলাম।''
6/8

সম্প্রীতির বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "দেবভূমি দিঘা আজ আধ্যাত্মিকতার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। বাংলার প্রতিটি কোণে অনুরণিত হোক ঐক্য, সাম্য এবং শান্তির বার্তা।''
7/8

এদিন সকাল থেকেই মন্দিরে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। এক কিলোমিটার রাস্তার পুরোটাই ব্যরিকেড করে দেওয়া হয়। ভিড় নিয়ন্ত্রণ করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়।
8/8

ছিলেন দমকল আধিকারিকরাও। কলকাতা পুলিশের ১০ জন ট্রাফিক সার্জেন্ট রয়েছেন নিরাপত্তার দায়িত্বে।
Published at : 27 Jun 2025 07:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























