এক্সপ্লোর
Rath Yatra 2025: দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা, রশি টেনে সূচনা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: আজ রথযাত্রা। দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রব।
ছবি সৌজন্যে - PTI
1/8

প্রথমবার দিঘার রথের রশিতে পড়ল টান। গতকাল রাতেই রথগুলি মন্দির চত্বর থেকে বের করে রাস্তায় এনে রাখা হয়। এদিন এই রথগুলিতে স্থাপন করা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রার নিমকাঠের তৈরি বিগ্রহ ও সুদর্শন চক্র।
2/8

মন্দিরেই রয়েছে পাথরের তৈরি মূর্তিগুলি। সকাল সাড়ে নটা থেকেই শুরু হয় পুজোপাঠ। দুপুর দুটো থেকে চলবে আরতি। দুপুর আড়াইটে নাগাদ দিঘার মন্দির থেকে গড়ায় রথের চাকা।
Published at : 27 Jun 2025 07:45 PM (IST)
আরও দেখুন






















