এক্সপ্লোর
Advertisement
বয়স মাত্র ৩৫ বছর, প্রয়াত অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য
আদিত্যও মায়ের মতোই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন।
মুম্বই: মাত্র ৩৫ বছর বয়সেই মৃত্যু হল গায়িকা অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য পড়োয়াল। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। তিনি অসুস্থতার জন্য গত কয়েকমাস ধরেই হাসপাতালে ছিলেন। তাঁর কিডনিজনিত সমস্যা ছিল বলে জানা গিয়েছে।
আদিত্যও মায়ের মতোই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মিউজিক অ্যারেঞ্জ করতেন এবং প্রযোজনাও করতেন। প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরের জীবন নিয়ে তৈরি হওয়া ছবির গান ‘সাহেব তু’ প্রযোজনা করেন তিনি। কিন্তু অকালে চলে গেলেন তিনি।
মায়ের সম্পর্কে আদিত্য বলেছিলেন, ‘তিনি ভক্তিসঙ্গীতে ছাপ ফেলেছেন। এখনও তাঁর পারফরম্যান্সের ফলে লোকজন মোহিত হয়ে যান। আমি দেখেছি, তাঁর ‘আরতি’ ও ‘মন্ত্র’ শুনে মানুষের জীবন বদলে গিয়েছে। আমি মায়ের সঙ্গে গান নিয়ে কাজ করতে চাই।’ কিন্তু তাঁর সেই ইচ্ছা অপূর্ণই থেকে গেল।
আদিত্যর মৃত্যুর খবর পেয়ে ফেসবুক পোস্টে শোকপ্রকাশ করেছেন শঙ্কর মহাদেবন। তিনি লিখেছেন, ‘এই খবর পেয়ে আমি বিধ্বস্ত। আমার প্রিয়তম আদিত্য পড়োয়াল আর নেই। বিশ্বাসই করতে পারছি না। ও অসাধারণ সুরকার এবং সুন্দর মানুষ ছিল। দু’দিন আগেই ওর ব্যবস্থাপনায় একটা গান পেয়েছি। এটা মেনে নিতে পারছি না। তোমাকে ভালবাসি ভাই, মিস করছি।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement