এক্সপ্লোর
Advertisement
অগ্নিগ্রাসে অ্যামাজনের রেনফরেস্ট, উদ্বেগ প্রকাশ করে সাহায্যের আবেদন হৃতিক, অনুষ্কা-সহ বলিউড তারকাদের
লেডি গাগা, জেডেন স্মিথের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিরাও অগ্নিগ্রাসে থাকা অ্যামাজনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন
মুম্বই: বিধ্বংসী আগুনে জ্বলছে অ্যামাজনের রেনফরেস্ট। বিশ্বের মোট অক্সিজেনের ২০ শতাংশেরও বেশি জোগান দেয় যে সবুজ অরণ্য। যে ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে সর্বত্র। বিশ্বের তাবড় সেলিব্রিটিরা উদ্বেগ প্রকাশ করছেন। প্রার্থনা করছেন অ্যামাজনের জন্য।
পিছিয়ে নেই বলিউড। হৃতিক রোশন থেকে শুরু করে অনুষ্কা শর্মা, দিশা পাটানি – ব্রাজিলের রেনফরেস্টে বিধ্বংসী আগুন নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন অনেকেই। পাশে থাকার আর্জিও জানিয়েছেন। হৃতিক টুইট করেছেন, ‘অ্যামাজনের রেনফরেস্ট ভয়াবহ আগুনে পুড়ছে। এবং দীর্ঘক্ষণ ধরে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সামগ্রিক লড়াইয়ে এটা একটা বিরাট ধাক্কা।’ পরে আর একটি টুইট করে তিনি লেখেন, ‘সকলে এক মুহূর্ত সময় বার করে ভাবুন যে, পরিবেশ আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। আমার এবং আপনাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতি হচ্ছে। আমাদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় নিজেদের যা করণীয়, আসুল সকলে মিলে সেটাই করি।’
The Amazon rainforest is burning at a record rate and for a frighteningly long time, marking a devastating hit on the world's efforts to combat climate change. (1/2)
— Hrithik Roshan (@iHrithik) August 22, 2019
একইরকমভাবে উদ্বিগ্ন অনুষ্কাও। বিরাট কোহলির স্ত্রী তথা অভিনেত্রী টুইট করেছেন, ‘সপ্তাহের পর সপ্তাহ ধরে জ্বলছে অ্যামাজনের রেনফরেস্ট। কী ভয়াবহ খবর। বিধ্বস্ত পৃথিবীর ফুসফুস অ্যামাজনের এই অরণ্য। সেটাই এখন আগুনের গ্রাসে। আশা করছি সারা বিশ্বের সংবাদমাধ্যম এই ঘটনা নিয়ে আরও সচেতনতা গড়ে তুলবে। অ্যামাজনকে বাঁচান।’Let’s take a moment to remember that our environment is important and that it affects you and me directly or indirectly. Let us do our bit to protect the environment for ourselves and our future generations.(2/2)
— Hrithik Roshan (@iHrithik) August 22, 2019
অর্জুন কপূর টুইট করেছেন, ‘অ্যামাজন রেনফরেস্টে আগুন লাগার খবর ভয়াবহ। গোটা বিশ্বের পরিবেশে এর কী প্রভাব পড়তে চলেছে কল্পনা করতেও ভয় হচ্ছে। ভীষণ যন্ত্রণাদায়ক ঘটনা।’ দিশা পাটানি আবার হলিউডের অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর একটি টুইট রিটুইট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘ভাবতে অবাক লাগে যে অ্যামাজন বিশ্বের সবচেয়ে বড় রেনফরেস্ট। বিশ্বের ২০ শতাংশেরও বেশি অক্সিজেন সরবরাহ করে। এবং পৃথিবীর এই ফুসফুস ১৬ দিন ধরে আগুনের গ্রাসে। যা নিয়ে সংবাদমাধ্যম নীরব। কেন?’ অভিনেত্রী দিয়া মির্জার টুইট, ‘যারা বিশ্বের জলবায়ু পরিবর্তনের কথা মানে না তাদের অস্বীকারের জন্যই অ্যামাজনের রেনফরেস্ট জ্বলছে। এ বছর ৭২ হাজারেরওে বেশিবার আগুন লেগেছে এই অরণ্যে। বিশ্বমিডিয়া কবে এতে বেশি নজর দেবে?’ লেডি গাগা, জেডেন স্মিথের মতো আন্তর্জাতিক সেলিব্রিটিরাও অগ্নিগ্রাসে থাকা অ্যামাজনকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।It’s scary how bad the fire at the Amazon Rainforest is!! I can’t even begin to imagine the impact this will have on the world environment. It is truly saddening. #PrayforAmazonas
— Arjun Kapoor (@arjunk26) August 21, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement