এক্সপ্লোর
বুলবুল-বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়
গতকালই এবিপি আনন্দকে বাবুল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে তিনি ঘূর্ণিঝড় বুলবুল-বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনায় যাবেন।

নামখানা: প্রধানমন্ত্রীর নির্দেশে বুলবুল-বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বাবুল বলেছেন, ‘বিক্ষোভ দেখাবে জানাই ছিল।’
গতকালই এবিপি আনন্দকে বাবুল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে তিনি ঘূর্ণিঝড় বুলবুল-বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনায় যাবেন। ঝড়ের তাণ্ডবের পর এলাকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে কেন্দ্রকে রিপোর্ট দেবেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাজনৈতিক কারণে এই সফর নয়।
বাবুল আরও জানান, বকখালি-নামখানার বিধ্বস্ত এলাকায় রাজ্য সরকার কাজ করছে। সরকারি আধিকারিকদের সঙ্গেও তিনি কথা বলবেন। তাঁর দাবি, দুর্গতদের নিয়ে প্রধানমন্ত্রীও উদ্বিগ্ন। তাই তাঁর নির্দেশেই এই সফর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
