এক্সপ্লোর
Advertisement
আইসিআইসিআই ব্যাঙ্ক-ভিডিওকন লোন মামলায় ছন্দা কোচার, স্বামীকে অভিযুক্ত করে এফআইআই সিবিআইয়ের
নয়াদিল্লি: সিবিআইয়ের নিশানায় আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও তথা এমডি ছন্দা কোচার, তাঁর স্বামী দীপক কোচার ও ভিডিওকন শিল্পগোষ্ঠীর এমডি বেনুগোপাল ধূত। ২০১২-এ ভিডিওকন গোষ্ঠীকে ঋণ অনুমোদন করেছিল আইসিআইসিআই ব্যাঙ্ক। তাতে প্রতারণা, অনিয়মের অভিযোগ উঠেছে। সে ব্যাপারেই তাঁদের অভিযুক্ত করেছে সিবিআই। এ ব্যাপারে একটি মামলা রুজু করে বৃহস্পতিবার মুম্বই ও অওরঙ্গাবাদে ভিডিওকনের অফিস, নুপাওয়ার রিনিউয়েবলস প্রাইভেট লিমিটেডের দপ্তর সহ নানা জায়গায় তল্লাসি চালায় তারা। নুপাওয়ার রিনিউয়েবলস প্রাইভেট লিমিটেড চালান দীপক কোচার।
সিবিআই মুখপাত্র বলেছেন, আইসিআইসিআই ব্যাঙ্ককে প্রতারণার জন্য অন্যদের সঙ্গে ফৌজদারি ষড়যন্ত্রের মাধ্যমে কয়েকটি বেসরকারি কোম্পানিকে ঋণ অনুমোদন করেছেন অভিযু্ক্তরা, এমনই অভিযোগ। ফৌজদারি চক্রান্ত সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধি ও দুর্নীতি দমন আইনের নানা ধারায় দায়ের এফআইআরে ছন্দার পাশাপাশি অভিযুক্ত হিসাবে দীপক কোচার, বেনুগোপাল ধূত ছাড়াও নাম রয়েছে নুপাওয়ার রিনিউয়েবলস, সুপ্রিম এনার্জি, ভিডিওকন ইন্টারন্যাশনাল ইলেকট্রনিক্স লিমিটেড অ্যান্ড ভিডিওকন ইন্ডাস্ট্রিজ লিমিটেডেরও। অভিযোগ, ২০১২-য় ভিডিওকন গোষ্ঠী আইসিআইসিআই ব্যাঙ্ক্রথেকে ৩২৫০ কোটি টাকা লোন পাওয়ার কয়েক মাস পর ভিডিওকনের প্রমোটার বেনুগোপাল ধূত নুপাওয়ার সংস্থা কোটি কোটি টাকা বিনিয়োগ করেন।
গত বছরের মার্চে সিবিআই প্রাথমিক তদন্ত নথিভুক্ত করে বেনুগোপাল ধূত, দীপক কোচার ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। এর ১০ মাস পর আজ তাঁদের অভিযুক্ত করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
প্রাথমিক ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ফৌজদারি চক্রান্তের অভিযোগের তদন্ত করতে এজেন্সি এফআইআর দায়ের করার আগে ওই নথিভুক্তি করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement