WB HS Results 2022: উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata on HS Result: উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'সমস্ত সফল ছাত্র ছাত্রী ও প্রথম থেকে দশম স্থানাধিকারীদের শুভেচ্ছা'
কলকাতা: উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সদ্য ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'সমস্ত সফল ছাত্র ছাত্রী ও প্রথম থেকে দশম স্থানাধিকারীদের শুভেচ্ছা। জেলার সমস্ত ছাত্র ছাত্রীরা দারুণ ফলাফল করেছে, গর্বিত করেছে শহরের ছাত্র ছাত্রীরাও।'
ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই বছর প্রথম দশে রয়েছেন ২৭২ জন।
উচ্চ মাধ্যমিকে (Uchcha Madhyamik) প্রথম অদিশা দেবশর্মা (Adisha Debsharma), দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অদিশা। অদিশার প্রাপ্ত নম্বর ৪৯৮। পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন। জলচক নটেশ্বরী বিদ্যায়তনের সায়নদীপ পেয়েছে ৪৯৭ নম্বর। উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছেন ৪ জন। উচ্চ মাধ্যমিকে তৃতীয় হুগলি কলেজিয়েট স্কুলের সোহন দাস। উচ্চ মাধ্যমিকে যুগ্ম তৃতীয় কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউটের অভীক দাস, পরিচয় পারি।
আরও পড়ুন: WB HS Results 2022: ৫০০-তে ৪৯৮ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম দিনহাটায় অদিশা দেবশর্মা, দ্বিতীয় সায়নদীপ
উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হল। বেলা ১২টা থেকে এবিপি আনন্দের ওয়েবসাইটে ফল দেখা যাবে । স্কুল থেকে মার্কশিট মিলবে ২০ জুন। আজই এবিপি আনন্দর সাইট থেকে ডাউনলোড করা যাবে মার্কশিট। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৮৮.৪৪ শতাংশ । ছাত্রদের পাসের হার ৯০.১৯ শতাংশ। ছাত্রীদের পাসের হার ৮৬. ৯৮ শতাংশ। ৪৯৮ পেয়ে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম কোচবিহারের অদিশা দেবশর্মা । দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত পেয়েছে ৪৯৭ । ৪৯৬ নম্বর পেয়ে তৃতীয় স্থানে আছে তিনজন পড়ুয়া।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৭,২০, ৮৬২ জন। যত সংখ্যক ছাত্রছাত্রী এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য নিজের নাম নথিভূক্ত করেছিল। তাদের মধ্যে ৯৬.৮ শতাংশ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এ বছর পাশ করেছে ৬,৩৬,৮৭৫ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।