এক্সপ্লোর
Advertisement
ল্যাজে ‘পা’, উত্তর প্রদেশে বাইক আরোহীকে ২ কিলোমিটার ধাওয়া করল কেউটে
গুড্ডুর ভয় অবশ্য এখনও কাটেনি। তাঁর ধারণা, ওই সাপ ঠিক তার প্রতিশোধ নেবে।
লখনউ: কথায় বলে সাপের ল্যাজে পা দিলেই সাপ ফোঁস করে ওঠে। উত্তর প্রদেশের জালাউন জেলার ঘটনা আরও সাংঘাতিক। ফোঁস করা তো নেহাত অল্প, ‘অপরাধী’কে ২ কিলোমিটার তাড়া করে এক ক্ষিপ্ত কেউটে। কোনওমতে ওই ব্যক্তি প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন।
যুবকের নাম গুড্ডু পাচাউরি। নেহাত ভুল করেই তিনি তাঁর বাইকের চাকা তুলে দেন রাস্তায় শুয়ে থাকা কেউটের ল্যাজের ওপর। আরয় যায় কোথায়। কেউটে তৎক্ষণাৎ তাড়া করে তাঁকে। যত জোরে সম্ভব বাইক চালিয়েও গুড্ডু শেষ রক্ষা করতে পারেননি, দেখেন, কেউটে তাঁর গোড়ালির কাছে পৌঁছে গিয়েছে। ভয়ের চোটে বাইক ফেলে ছুটে পালান তিনি। কেউটে উঠে বসে তাঁর বাইকের ওপর।
প্রায় ১ ঘণ্টা ওভাবেই বাইকের ওপর বসে ছিল কেউটে। চারপাশে ভিড় জমে যায়। কেউ কাছাকাছি আসার চেষ্টা করলেই শোনা যায় তার ফোঁসফোঁসানি। কোনওমতেই সরার লক্ষণ না দেখালে শেষমেষ ঢিল ছুঁড়তে শুরু করেন সকলে। তখন সে ধীরে ধীরে চলে যায় অন্যত্র।
গুড্ডুর ভয় অবশ্য এখনও কাটেনি। তাঁর ধারণা, ওই সাপ ঠিক তার প্রতিশোধ নেবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement