এক্সপ্লোর
Advertisement
ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ হচ্ছে, কেন্দ্র ও আইসিএমআর-এর দাবি উড়িয়ে জানাচ্ছেন বিশেষজ্ঞরা
দেশের অনেক জায়গাতেই গোষ্ঠী সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকারের কাছে তাঁদের আবেদন, আত্মতুষ্ট না হয়ে প্রকৃত ছবিটা স্বীকার করে নেওয়া জরুরি।
নয়াদিল্লি: ভারতে করোনার গোষ্ঠী সংক্রমণ হয়নি বলে জানিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর। যদিও দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার যদিও বিশেষজ্ঞরা আইসিএমআর-এর বক্তব্য উড়িয়ে দিল। জানাল, গোষ্ঠী সংক্রমণ না হওয়ার দাবি বাস্তব ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এবং প্রকৃত চিত্রটা মেনে না নিয়ে সরকার ‘একগুঁয়েমি’ মনোভাব দেখাচ্ছে।
দেশের অনেক জায়গাতেই গোষ্ঠী সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সরকারের কাছে তাঁদের আবেদন, আত্মতুষ্ট না হয়ে প্রকৃত ছবিটা স্বীকার করে নেওয়া জরুরি।
ভাইরোলজি, জনস্বাস্থ্য ও মেডিসিনের বিশেষজ্ঞরা আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গবের বক্তব্য খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার ভার্গব বলেছিলেন, ভারতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। এইমসের প্রাক্তন ডিরেক্টর ডক্টর এম সি মিশ্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, নিঃসন্দেহে ভারতের অনেক জায়গায় গোষ্ঠী সংক্রমণ ছড়িয়েছে। বলেছেন, ‘আনলক পর্বে রোগটা এমন অনেক জায়গায় ছড়াচ্ছে যেখানে আগে কোনও সংক্রমণ ছিল না। সরকারের এই সত্যিটা মেনে নেওয়া উচিত যাতে মানুষ আত্মতুষ্ট না হয় এবং আরও সতর্ক থাকে।’
প্রথম সারির ভাইরোলজিস্ট শাহিদ জামিল আবার জানিয়েছেন, ভারতে অনেকদিন আগেই গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। তিনি বলেছেন, ‘ঘটনা হচ্ছে যে শুধুমাত্র কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সেটা মানছে না।’ নামী ফুসফুস বিশেষজ্ঞ অরবিন্দ কুমার বলেছেন, ‘আইসিএমআর-এর দাবি মেনে নেওয়া হলেও দিল্লি, আমদাবাদ, মুম্বইয়ের মতো জায়গায় গোষ্ঠী সংক্রমণ যে হচ্ছে সেটা অনস্বীকার্য।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement