এক্সপ্লোর
Advertisement
ভগৎ সিংহ, রাজগুরু, সুখদেবকে ভারতরত্ন দেওয়া হোক, প্রধানমন্ত্রীকে আর্জি মণীশ তিওয়ারির
এর আগে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসিও একই দাবি জানান।
নয়াদিল্লি: ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেবকে ভারতরত্ন দেওয়ার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। এর আগে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসিও একই দাবি জানান। এবার মণীশও এই দাবিতে সরব হলেন।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মণীশ বলেছেন, ‘শহিদ ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেব ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তার মাধ্যমে দেশপ্রেমীদের একটি গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেন। পরে তাঁরা ১৯৩১ সালের ২৩ মার্চ সর্বশ্রেষ্ট আত্মবলিদান দেন। আমি এই তথ্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই।’
My letter to H’onble Prime Minister @narendramodi formally requesting him to accord Bharat Ratna to Shaheed-E-Azam’s Bhagat Singh, Rajguru & Sukhdev.Formally Confer the honorific of Shaheed-E-Azam on them & dedicate Chandigarh Airport located in Mohali in memory of Bhagat Singhji pic.twitter.com/PfqduZq8oi
— Manish Tewari (@ManishTewari) October 26, 2019
মণীশ আরও লিখেছেন, ‘২০২০ সালের ২৬ জানুয়ারি যদি ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেবকে ভারতরত্ন দেওয়া হয়, তাহলে তাঁদের আনুষ্ঠানিকভাবে ‘শহিদ-ই-আজম’ সম্মানে ভূষিত করা হবে। মোহালির চণ্ডীগড় বিমানবন্দরের নাম বদলে যদি শহিদ-ই-আজম ভগৎ সিংহ বিমানবন্দর করা হয়, তাহলে এই সৌজন্য ১২৪ কোটি ভারতীয়র হৃদয় স্পর্শ করবে।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement