এক্সপ্লোর
জলের তোড়ে ভডোদরায় রাস্তায় কুমীর, একটুর জন্য প্রাণে বাঁচল কুকুর, দেখুন ভিডিও
অবিশ্বাস্য মনে হলেও সত্যি, ভডোদরার রাস্তায় কুমীর সাঁতরে বেড়াচ্ছে।

ভডোদরা: প্রবল বৃষ্টিতে ভডোদরায় বন্যা পরিস্থিতি। নদীর জলে উথালপাথাল রাজপথ, আর জলের তোড়েই ভেসে এসেছে কুমীর। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও সত্যি, ভডোদরার রাস্তায় কুমীর সাঁতরে বেড়াচ্ছে। বিশ্বামিত্রী নদীর জল উপচে পড়ে ভাসিয়ে দিয়েছে রাস্তা, বাড়ি ডুবে গিয়েছে জলে। আর শহরে ঢুকে পড়েছে হিংস্র কুমীরের দল।
শুধু ভেসে বেড়ানোই নয়, একটি কুকুরে আক্রমণও করেছিল কুমীর। কোনওমতে প্রাণে বেঁচেছে সে। দেখুন ভিডিও।
শুধু ভেসে বেড়ানোই নয়, একটি কুকুরে আক্রমণও করেছিল কুমীর। কোনওমতে প্রাণে বেঁচেছে সে। দেখুন ভিডিও। বুধবার ভডোদরায় মারাত্মক বৃষ্টি হয়, ২৪ ঘণ্টার মধ্যে ২৪ ইঞ্চি। তার জেরে এই ঘটনা। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















