এক্সপ্লোর
Advertisement
বাঘকে পিছু হঠতে বাধ্য করে প্রভুর জীবন বাঁচাল কুকুর
বাঘ ঝাঁপিয়ে পড়েছে প্রভুর ওপর। প্রভুভক্ত পোষ্য কুকুর এই চরম অবস্থাতেও এতটুকু ঘাবড়ে গেল না। তার তীব্র চিত্কারে পিছু হঠতে বাধ্য হল বাঘ। শনিবার এমনটাই ঘটেছে মধ্যপ্রদেশের সেওনি জেলায়। পরসপানি গ্রামের পঞ্চম গাজবা (২২) তাঁর ভাইয়ের সঙ্গে একটি জঙ্গল থেকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরছিলেন।
সেওনি: বাঘ ঝাঁপিয়ে পড়েছে প্রভুর ওপর। প্রভুভক্ত পোষ্য কুকুর এই চরম অবস্থাতেও এতটুকু ঘাবড়ে গেল না। তার তীব্র চিত্কারে পিছু হঠতে বাধ্য হল বাঘ। শনিবার এমনটাই ঘটেছে মধ্যপ্রদেশের সেওনি জেলায়। পরসপানি গ্রামের পঞ্চম গাজবা (২২) তাঁর ভাইয়ের সঙ্গে একটি জঙ্গল থেকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ফিরছিলেন। সেই সময়ই এই ঘটনা ঘটে বলে মহকুমা বন আধিকারিক টিএস সুলিয়া এ কথা জানিয়েছেন।
গাজবা জানিয়েছেন, একটা গাছের ডাল ভাঙছিলেন তিনি। সেই সময় ঝোপ থেকে একটি বাঘ বেরিয়ে এসে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর ভাই তখন কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন। বাঘকে ঝাঁপিয়ে পড়তে দেখে গাজবার পোষা কুকুর হিংস্রভাবে ঘেউ ঘেউ করতে শুরু করে।
গাজবা বলেছেন, বাঘ আমার ওপর, আমার হাতে দাঁড়িয়েছিল, আমার গলায় কামড় বসানোর আগেই কুকুর ঘেউ ঘেউ করতে শুরপ করে। আমি তখন জীবন-মৃত্যুর কিণারায়। কুকুরের ওই হিংস্র ডার শুনে বাঘ পিছু হঠে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কুকুরের ডাক শুনে আমার ভাই ও গ্রামবাসীরা উদ্ধার করতে ছুটে এসে বাঘ জঙ্গলে পালিয়ে যায়।
সুলিয়া জানিয়েছেন, গাজবার হাতে ও মাথায় গভীর ক্ষত তৈরি হয়েছে। কুরাইয়ের হাসপাতালে তাঁর প্রাথমিক শুশ্রুষা হয়।
সুলিয়া, পেঞ্চ বাঘ সংরক্ষণ কেন্দ্রের পশু চিকিত্সক অখিলেশ মিশ্র ও বন বিভাগের অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং স্থানীয় মানুষদের জঙ্গল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement