এক্সপ্লোর
'এক্সপায়ারি ডেট ঠিক করেন জনগণ, আমার এক্সপায়ারি ডেট মমতার জানা থাকলে তিনিই বলুন,' এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে মমতার আক্রমণের জবাব দিলেন নরেন্দ্র মোদি
এবিপি আনন্দকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একান্ত সাক্ষাৎকার। কথা বললেন মমতার এক্সপায়ারি প্রাইম মিনিস্টার কটাক্ষ, রাজ্যে ভোটে হিংসা সহ নানা বিষয়ে।
!['এক্সপায়ারি ডেট ঠিক করেন জনগণ, আমার এক্সপায়ারি ডেট মমতার জানা থাকলে তিনিই বলুন,' এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে মমতার আক্রমণের জবাব দিলেন নরেন্দ্র মোদি Exclusive Narendra Modi 'এক্সপায়ারি ডেট ঠিক করেন জনগণ, আমার এক্সপায়ারি ডেট মমতার জানা থাকলে তিনিই বলুন,' এবিপি আনন্দকে একান্ত সাক্ষাৎকারে মমতার আক্রমণের জবাব দিলেন নরেন্দ্র মোদি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/03/14175926/modi_16.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
# কংগ্রেস বিভাজনের ভাষা বলে- এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
# কংগ্রেসি ইস্তাহার হতাশাজনক, ইস্তাহারে শর্টকাট করেছে তারা।
# দেশবাসী কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতি পরীক্ষা করে দেখুন।
#পরিস্থিতি অনুকূল হলে আফস্পা নিয়ে সিদ্ধান্ত। অরুণাচল ও উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।
# আইন নিয়ে আমরা ছেলেখেলা করি না, দেশদ্রোহ আইন বেশি ব্যবহার করেছে কংগ্রেস।
# আইন না থাকলে জাতীয় পতাকা জ্বালানো বন্ধ করা যাবে না।
# এমন দেশ আমরা চাই, যেখানে আফস্পা থাকবে না। কিন্তু আগে আফস্পা তোলার মত পরিস্থিতি হোক।
# দেশের নিরাপত্তা বিষয়ে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার হতাশাজনক। ইস্তাহারে বিচ্ছিন্নতাবাদীদের গন্ধ আসা বিপজ্জনক।
# আমাদের সরকার ১৪০০ অবিতর্কিত, পুরনো আইন বাতিল করেছে।
# কাশ্মীরের উন্নতির জন্য ন্যূনতম কর্মসূচি নিয়ে কাজ করতে চেয়েছিলাম। মুফতি মহম্মদ সইদ ও মেহবুবা মুফতির কর্মপদ্ধতি আলাদা।
# ভাল কিছু করতে চেয়েছিলাম, হয়নি। জোট ছেড়েছি।
# আইন না থাকলে দেশদ্রোহীদের বিরুদ্ধে কেমন করে পদক্ষেপ হবে। আদালতের ওপর আমাদের ভরসা করা উচিত।
# অটলজি আর আমিই শুধু কংগ্রেসের প্রধানমন্ত্রীদের মত নই।
# দেশের জওয়ানদের আত্মবিশ্বাস কতটা ভেঙেছে কংগ্রেস?
# জম্মু-কাশ্মীরের সব ঘরে বিদ্যুৎ-শৌচালয় পৌঁছনোর কাজ শেষ। জম্মু-কাশ্মীর সঠিক পথে এগোচ্ছে।
# জঙ্গি হামলার সময় বাসে করে এলাকা পরিদর্শন করেছি, আগে যা হামলা হত, এখন তার থেকে কম হচ্ছে।
# গোটা বিশ্ব জানে না, সরকার না সেনা- পাকিস্তানে কার সঙ্গে কথা বলতে হবে।
# জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান।
# আমাদের সমস্যা চিনের সঙ্গেও আছে কিন্তু সম্পর্কও আছে।
# ৬০ বছর শাসনের বদলে ৬০ মাস কাজ করতে চেয়েছিলাম। ৬০ মাসের কাজ সকলকে সন্তুষ্ট করতে পারলে খুশি।
# এয়ার স্ট্রাইকের প্রমাণ পাকিস্তান নিজেই টুইট করে দিয়েছে। বিপদ হল, এ দেশেও পাকিস্তানের সুরে কথা বলা হচ্ছে।
# আমি গভীর রাত পর্যন্ত জেগে এয়ার স্ট্রাইকের খবর নিই। শেষে রাত ৩.৪০ নাগাদ খবর পাই, সকলে সুরক্ষিতভাবে ফিরে এসেছেন।
# সেনারা ফিরে আসার পরেও ঘুমোইনি, ইন্টারনেটে দেখছিলাম, কোথাও হট্টগোল হচ্ছে কিনা।
# প্রিয়ঙ্কাকে রাজনীতিতে আনা কংগ্রেসের ব্যক্তিগত সিদ্ধান্ত।
# কংগ্রেস কি এত গরিব, যে আর নেতা আসেন না?
# রাহুল-প্রিয়ঙ্কার মধ্যে কে ভাল জানি না, ব্যক্তিগত পরিচিতি নেই।
# রাহুল যদি পুরনো আসন ছেড়ে পালান, তাঁকে প্রশ্ন করার সব অধিকার বিজেপি কর্মী-সমর্থকদের রয়েছে।
# গালিগালাজকে গহনা বানাই আমি, শুধু ঈশ্বরকে ভয় করি।
# ২০১৪-তে বারাণসীতে আমাকে জনসভা করার অনুমতি দেওয়া হয়নি।
# বিচ্ছিন্নতাবাদীদের প্রতি নরম মনোভাব দেখিয়ে দেশের কোনও লাভ হবে না।
# পুলওয়ামা সন্ত্রাসের মত ঘটনা সামলানোর জন্য মানসিক ভারসাম্য দরকার। বরেলি থেকে বিমান ধরার জন্য দ্রুত সড়কপথে এসেছিলাম।
# সেনাদের দেখে বুঝতে পারি, আমার ক্লান্ত হওয়ার সময় আসেনি।
# রামমন্দির আমরা সকলেই চাই, তবে সংবিধানকে মানি।
# নোটবাতিলের ফলে মানুষ এখন সৎভাবে কর দিচ্ছেন, কমেছে কালো টাকার প্রকোপ।
# রাহুলের নাম করি না, নামদার পরিবারের সদস্যের নাম করার হিম্মত নেই।
# ন্যাশনাল হেরাল্ড মামলা আমি সরকারে আসার আগে, কংগ্রেস মামলা চেপে রেখেছিল কেন?
# সকলেরই এক্সপায়ারি ডেট থাকে, ঠিক করে জনগণ, আমার এক্সপায়ারি ডেট কবে জানি না, মমতা জানলে তিনিই বলুন।
# বাংলার ভোটে হিংসা চিন্তার বিষয়।
#অমিত শাহ বহুবার বিধানসভা ভোটে জিতেছেন, মানুষের জন্য কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তাঁর লোকসভা ভোটে লড়া স্বাভাবিক।
# দেশ চালানোর জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত জরুরি।
# গণতন্ত্রে ভোট সবথেকে বড় উৎসব, যাকে খুশি ভোট দিন কিন্তু ভোট দিন অবশ্যই।
# ২বারই ক্ষমতায় থাকি বা ১০ বার, দেশের মানুষের স্বার্থরক্ষায় সর্বক্ষণ চেষ্টা করব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)