এক্সপ্লোর
২৩ মে প্রত্যাখ্যান করবে মানুষ, ‘ব্যর্থ রাজনীতিক’ বলিউডে বিকল্প কাজ খুঁজছেন! মোদির অক্ষয়কে সাক্ষাত্কার নিয়ে কটাক্ষ কংগ্রেসের
প্রধানমন্ত্রী প্রতিটি বিষয়ে তামাসা করেন বলেও অভিযোগ করেন সুরজেওয়ালা। বলেন, আপনি দেশের পুরো পয়সা লুঠ করলেন, নোট বাতিলের সময় হাততালি দিলেন, হাসাহাসি করলেন। মানুষকে হাসির পাত্র করা, প্রতিষ্ঠানগুলিকে নিয়ে মজা করা, যাদের নিয়ে দেশ গর্ব করে, তাদের নিয়ে ঠাট্টা-তামাসা করা কি প্রধানমন্ত্রীর কাজ না তাঁর আরও কাজ আছে।

নয়াদিল্লি: অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া নরেন্দ্র মোদির ইন্টারভিউ নিয়ে কটাক্ষ কংগ্রেসের। প্রধানমন্ত্রীকে বিদ্রূপ করে কংগ্রেস বলেছে, মনে হয়, একজন ‘ব্যর্থ রাজনীতিক’, যাঁকে ২৩ মে মানুষ প্রত্যাখ্যান করতে চলেছেন, বলিউডে বিকল্প কর্মসংস্থান খুঁজছেন! বুধবার সকালে প্রায় সবকটি জাতীয় স্তরের সংবাদ চ্যানেলে অক্ষয়ের নেওয়া মোদির সাক্ষাত্কার সম্প্রচারিত হয়। বলিউড তারকা প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের কথাবার্তাকে একেবারেই ‘রাজনীতিহীন, প্রাণখোলা বাক্যালাপ’ বলেছেন। কিন্তু কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেছেন, অক্ষয় কুমারজি একজন বড় অভিনেতা, তাঁকে আমরা পছন্দ করি। দারুণ সফল অভিনেতা তিনি। একজন অসফল রাজনীতিক, যিনি ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত করেছেন, ভারতের চাকরির বাজার তলানিতে পাঠিয়েছেন, ভারতের গরিব, কৃষকদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন, এখন অক্ষয় কুমার জি-র চেয়েও বড় অভিনেতা হওয়ার চেষ্টা করছেন। মনে হচ্ছে, একজন অসফল রাজনীতিক, যিনি ২৩ মে মানুষের রায়ে প্রত্যাখ্যাত হওয়ার মুখে, বলিউডে বিকল্প চাকরির রাস্তা খুঁজছেন। কিন্তু মোদির মতো একজন ব্যর্থ নেতা বলিউডে সফল অভিনেতা হতে পারবেন বলে মনে হয় না। অক্ষয় কুমার অক্ষয় কুমারই থাকবেন। আরেকটি প্রশ্নের উত্তরে সুরজেওয়ালা মন্তব্য করেন, প্রধানমন্ত্রী মোদি অক্ষয় কুমারের চেয়েও ভাল অভিনেতা হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি যেমন ভারতকে ডুবিয়েছেন, একইভাবে আবারও দারুণ ব্যর্থ হয়েছেন। অন্য প্রধানমন্ত্রীরা তাড়াতাড়ি চলে যেতেন, আর তিনি রাত ১১টা পর্যন্ত কাজ করেন, মোদির এই মন্তব্য প্রসঙ্গে সুরজেওয়ালার প্রশ্ন, উনি প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেন না প্রধানমন্ত্রীর কর্মসূচি তৈরি করেন। প্রধানমন্ত্রী প্রতিটি বিষয়ে তামাসা করেন বলেও অভিযোগ করেন সুরজেওয়ালা। বলেন, আপনি দেশের পুরো পয়সা লুঠ করলেন, নোট বাতিলের সময় হাততালি দিলেন, হাসাহাসি করলেন। মানুষকে হাসির পাত্র করা, প্রতিষ্ঠানগুলিকে নিয়ে মজা করা, যাদের নিয়ে দেশ গর্ব করে, তাদের নিয়ে ঠাট্টা-তামাসা করা কি প্রধানমন্ত্রীর কাজ না তাঁর আরও কাজ আছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
অটো






















