এক্সপ্লোর
সিবিআই-এর ২ শীর্ষকর্তার ‘বিড়ালের মতো লড়াইয়ে’ মুখ পুড়েছে সরকারের, সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

নয়াদিল্লি: ‘সিবিআই-এর দুই শীর্ষকর্তা অলোক বর্মা ও রাকেশ আস্থানার বিড়ালের মতো লড়াইয়ের ফলে মুখ পুড়েছে সরকারের।’ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে এমনই বললেন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল। তাঁর বক্তব্য, ‘সিবিআই ডিরেক্টর (বর্মা) ও স্পেশাল ডিরেক্টরের (আস্থানা) দ্বন্দ্ব এই সংস্থার সততা ও সম্মান ভুলুন্ঠিত করছিল। দুই শীর্ষকর্তা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে লড়াই করছিলেন। এর ফলে সিবিআই বিড়ম্বনা পড়ে। তাঁরা এটা করতে পারেন না।’ অ্যাটর্নি জেনারেল আরও জানিয়েছেন, ‘সিবিআই-এর দুই শীর্ষকর্তার লড়াই থামানোর জন্য কেন্দ্রের হস্তক্ষেপ দরকার ছিল। জুলাই ও অক্টোবরে অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতেই ব্যবস্থা নিয়েছে সরকার। না হলে দুই শীর্ষকর্তার লড়াই কবে এবং কীভাবে থামত, সেটা ঈশ্বরই জানেন। সিবিআই-এর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই সরকারের প্রধান উদ্দেশ্য ছিল।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















