Rafale LIVE Updates: বায়ুসেনার ঐতিহাসিক দিন! ভারতে এল রাফাল, জলকামানের স্যালুটে স্বাগত, ট্যুইট অভিনন্দন প্রধানমন্ত্রীর
Dassault Rafale LIVE Updates: দুপুর ৩টে ৫ মিনিট নাগাদ ভারতের মাটি ছুঁয়ে ফেলল রাফাল যুদ্ধবিমান। চূড়ান্ত সতর্কতার মধ্যে নির্ধারিত সময়ে অম্বালা এয়ারবেসে অবতরণ করল ৫টি রাফাল।
সকাল ১১টা নাগাদ সংযুক্ত আরব আমিরশাহির আল-ডাফরা ফরাসি বায়ুসেনা ঘাঁটি থেকে উড়ানের দ্বিতীয় তথা শেষ দফার অন্তর্গত অম্বালার উদ্দেশে রওনা দিয়েছে ৫ রাফাল যুদ্ধবিমান। সব ঠিকঠাক চললে দুপুর ২টো নাগাদ অম্বালায় পৌঁছনোর কথা বিমানগুলির। স্বাগত জানাতে উপস্থিত রয়েছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া।
প্রেক্ষাপট
অম্বালা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই, ইতিহাসের পাতায় আজকের দিনটি লাল অক্ষরে লেখা থাকবে। ভারতীয় বায়ুসেনার হাতে আসছে রাফাল যুদ্ধবিমান। সব ঠিকঠাক চললে দুপুর দেড়টা থেকে দুপুর তিনটের মধ্যে ভারতের মাটি ছোঁবে এই অত্যাধুনিক যুদ্ধবিমান।
প্রথম ব্যাচে আসছে পাঁচটি বিমান। হরিয়ানার অম্বালা বায়ুসেনা ঘাঁটিতে এই বিমান অবতরণ করবে। স্বাগত জানাতে উপস্থিত স্বয়ং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে ভাদোরিয়া, যিনি চার বছর আগে এই রাফাল চুক্তিতে অতি-গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বর্দোয় অবস্থিত মেরিনিয়াক বায়ুসেনা ঘাঁটি থেকে গতকাল ভারতের উদ্দেশে রওনা দেয় দাসোল নির্মিত ৫টি রাফাল যুদ্ধবিমানের প্রথম ব্যাচ।
যাত্রার প্রথম ভাগে টানা সাত ঘণ্টার উড়ানে প্রায় ৭ হাজার কিমি পাড়ি দেওয়ার পর বুধবার যুদ্ধবিমানগুলি পৌঁছয় সংযুক্ত আরব আমিরশাহীর আল-ডাফরায় ফরাসি বায়ুসেনা ঘাঁটিতে।
বুধবার আল-ডাফরায় বিশ্রাম নেওয়ার পর, যাত্রার দ্বিতীয় ও শেষ ভাগে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ভারতের উদ্দেশে সেখান থেকে রওনা দেবে রাফালগুলি। অম্বালা পৌঁছবে দুপুর দুটো নাগাদ। বায়ুসেনার তরফে খবর, অম্বালা আবহাওয়া প্রতিকূল থাকলে বিকল্প হিসেবে যোধপুর ঘাঁটিতে অবতরণ করবে রাফালগুলি।
ইতিমধ্যেই বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন চারটি গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। অম্বালাকে নো-ড্রোন এরিয়া হিসেবেও ঘোষণা করা হয়েছে। বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন অঞ্চলকে স্পর্শকাতর ঘোষণা করেছে প্রশাসন। বাড়ির ছাদ থেকে বিমানের ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সালে ফ্রান্সের দাসোল থেকে ৩৬টি রাফাল বিমান কেনার চুক্তি করেছিল ভারত। এরমধ্যে ১৮টি থাকবে হরিয়ানার অম্বালা ও বাকি ১৮ থাকবে পশ্চিমবঙ্গের হাসিমারায়।
চুক্তির চার বছর পর প্রথম ব্যাচের বিমান বুধবার ভারতে পৌঁছচ্ছে। বিমানগুলি থাকবে ভারতীয় বায়ুসেনার চিন ও পাকিস্তান সীমান্ত থেকে প্রায় ২০০ কিমি দূরে অবস্থিত অম্বালায়। এর জন্য বায়ুসেনার ১৭ "গোল্ডেন অ্যারো" স্কোয়াড্রনকে পুনরুজ্জীবিত করা হয়েছে।
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ওই স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার হলেন গ্রুপ ক্যাপ্টেন হরকিরত সিংহ। তাঁর নেতৃত্বেই আসছে পাঁচটি বিমান। এছাড়া রয়েছেন উইং কমান্ডার এমকে সিংহ ও আর কাটারিয়া।
পাঁচটি বিমানের মধ্যে তিনটি এক-চালক ও বাকি দুটি দুই-চালক বিশিষ্ট। দুই চালক বিশিষ্টগুলি প্রশিক্ষণের জন্যও ব্যবহৃত হবে। ভারতীয় বায়ুসেনার সাত অভিজ্ঞ পাইলট বিমানগুলিকে আনছেন। এর জন্য গত ৯ মাস ধরে ফ্রান্সে তাঁদের জোরকদমে প্রশিক্ষণ চলেছে।
জানা গিয়েছে, বিমানগুলি অম্বালায় অবতরণের পর বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন হরকিরত সিংহ ও তাঁর টিম। সূত্রের খবর, এরপর বিমানগুলিকে অপারেশনাল বেস-এর উদ্দেশে রওনা করে দেওয়া হবে।
দাসোলের তরফে জানানো হয়েছে, ১০টি বিমানের হস্তান্তর সময়ের আগেই করে দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি আসছে ভারতে। বাকি পাঁচ ফ্রান্সেই থাকছে। সেখানে ভারতীয় বায়ুসেনার দ্বিতীয় ব্যাচের পাইলটরা প্রশিক্ষণ নেবেন। ৩৬টি বিমানের ডেলিভারি ২০২১ সালের শেষে অথবা ২০২২ সালের গোড়ায় সম্পন্ন হবে।
সূত্রের খবর, রাফালের পাশাপাশি, কোভিড-১৯ মোকাবিলায় শুভেচ্ছা-নিদর্শনের অঙ্গ হিসেবে ভারতকে ৭০টি ভেন্টিলেটর, ১০ হাজার টেস্ট কিট এবং ১০ স্বাস্থ্য বিশেষজ্ঞকেও ভারতে পাঠাচ্ছে ফ্রান্স।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -