এক্সপ্লোর
Advertisement
‘কাগজ আমরা দেখাব না’ সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র প্রতিবাদে এই স্লোগানে গলা মেলালেন বাংলার তারকারাও, ভিডিও ভাইরাল
সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি-র প্রতিবাদে সরব ধৃতিমান চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়,কঙ্কনা সেন শর্মা, সুমন মুখোপাধ্যায়ের মতো তারকারাও। সবার একটাই বক্তব্য, ‘কাগজ আমরা দেখাব না’। গত ১০ জানুয়ারি সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে। কিন্তু আইনকে বৈষম্যমূলক দাবি করে সারা দেশেই এর প্রতিবাদে আন্দোলন চলছে।
কলাকাতা: সংশোধিত নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি-র প্রতিবাদে সরব ধৃতিমান চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়,কঙ্কনা সেন শর্মা, সুমন মুখোপাধ্যায়ের মতো তারকারাও। সবার একটাই বক্তব্য, ‘কাগজ আমরা দেখাব না’। গত ১০ জানুয়ারি সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে। কিন্তু আইনকে বৈষম্যমূলক দাবি করে সারা দেশেই এর প্রতিবাদে আন্দোলন চলছে। জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে মুম্বই ও দিল্লির তারকাদের অনেকেই এই প্রতিবাদে সামিল হয়েছেন। সে নো টু সিএএ-এনআরসি সোশ্যাল মিডিয়ায় অন্যতম টপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। বলিউড তারকাদের সঙ্গে সব্যসাচী, স্বস্তিকা, ধৃতিমান, সুমন মুখোপাধ্যায়ের মতো টালিগঞ্জের নামী অভিনেতা ও অভিনেত্রীরা এই আইনের প্রতিবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘোরাফেরা করছে, যেখানে একটি মন্তাজে কঙ্কনা সেন শর্মা, সব্যসাচী, স্বস্তিকা, ধৃতিমান, সুমন মুখোপাধ্যায়, তিলোত্তমা সোম, নন্দনা সেন, রুপম ইসলাম সহ ১৩ জন অভিনেত্রী-অভিনেত্রী, চলচ্চিত্রকার ও সঙ্গীতশিল্পীকে কাগজ আমরা দেখাব না পংক্তি আবৃত্তি করতে শোনা গিয়েছে।
বরুণ গ্রোভারের কবিতা -র মতোই 'কাগজ আমরা দেখাব না'। নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি-র বিরুদ্ধে বরুণ গ্রোভারের 'হম কাগজ নেহি দিখায়েঙ্গে' কবিতা প্রতিবাদকারীদের হাতিয়ার হয়ে উঠেছে। এরই সঙ্গে গলা মিলিয়ে বাংলা সিনেমার প্রথিতযশা তারকারাও এবার নাগরিকত্ব আইন ও এনআরসি-র প্রতিবাদে সোচ্চার হলেন। সংশোধিত নাগরিকত্ব আইন ধর্মীয় বিভেদ ঘটাতে পারে বলে আশঙ্কা বহু মানুষের। সেই আশঙ্কার কথাই বেরিয়ে এসেছে কবিতার ছন্দে।সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে লড়াই চলছে মাঠে-ময়দানে। ছাত্র-যুবরা রাজপথে।নাগরিকত্বের এই লড়াইকেও কবিতার ছন্দে কুর্নিশ জানিয়েছেন বিশিষ্টরা।বিশিষ্টরা বলছেন, আসল লড়াই তো জাতের নয়, ভাতের জন্য! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুদিনের রাজ্য সফরের পরই এই ভিডিও সোশাল মিডিয়ায় সামনে এসেছে।কাগজ আমরা দেখবো না। কাগজ মোটেই দেখাবো না।#NoCAANoNRCNoNPR@SwarajIndiaWb pic.twitter.com/GYnfO9TcXK
— Avik Saha (@aviksahaindia) January 13, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement