এক্সপ্লোর
Advertisement
রামের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পান, সঙ্গে গোটা দুয়েক হাফ ফ্রায়েড ওমলেট! করোনা দমনে আজব দাওয়াই কংগ্রেস কাউন্সিলরের
করোনাভাইরাসের প্রকোপ শুধু হওয়ার পর থেকেই বিশ্বের বিজ্ঞানী ও চিকিত্সকরা যখন প্রতিষেধক খুঁজতে মাথার ঘাম পায়ে ফেলছেন তখন রাজনৈতিক নেতাদের একাংশ নিজেদের মতো করে রোগ ঠেকানোর অদ্ভূত সব নিদান হাঁকছেন। সেই তালিকায় যোগ হলেন কর্ণাটকের এক কংগ্রেস কাউন্সিলর রবিচন্দ্র গাট্টি।
ম্যাঙ্কালুরু: করোনাভাইরাসের প্রকোপ শুধু হওয়ার পর থেকেই বিশ্বের বিজ্ঞানী ও চিকিত্সকরা যখন প্রতিষেধক খুঁজতে মাথার ঘাম পায়ে ফেলছেন তখন রাজনৈতিক নেতাদের একাংশ নিজেদের মতো করে রোগ ঠেকানোর অদ্ভূত সব নিদান হাঁকছেন। সেই তালিকায় যোগ হলেন কর্ণাটকের এক কংগ্রেস কাউন্সিলর রবিচন্দ্র গাট্টি।
গাট্টির দাবি, এই দাওয়াইয়ে পালানোর পথ পাবে না করোনাভাইরাস। আর তাঁর এই অদ্ভূত নিদানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিওতে ম্যাঙ্গালুরুর এই কাউন্সিলরকে বলতে শোনা গিয়েছে যে, করোনা সংক্রমণ রোধ ও সারাতে পারে রাম, ডিম ও গোলমরিচ। সেই দাওয়াইয়ের অনুপাতও বলেছেন তিনি। গাট্টি বলেছেন, ৯০ মিলি রামের সঙ্গে এক চা-চামচ গোলমরিচ গুঁড়ো মিশিয়ে আঙুল দিয়ে ভালো করে গুলে নিয়ে পান করতে হবে। করোনাকে সারাতে সঙ্গে খানদুয়েক হাফ ফ্রায়েড ওমলেট খেতে হবে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও হাসির খোরাক জুগিয়েছে।
এই আজব দাওয়াইয়ের পক্ষে সওয়াল করে গাট্টি বলেছেন. জানি না চিকিৎসকরা কী বলবেন। কিন্তু এটা আমার ওষুধ। আমি রাজনৈতিক নেতা হিসেবে নয়, দেশের একজন নাগরিক ও করোনা কমিটির সদস্য হিসেবে এ কথা বলছি।
উল্লেখ্য, করোনা ঠেকাতে এমন আজব প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে গাট্টিই প্রথম নন। এর আগে পাকিস্তানের এক রাজনৈতিক নেতা করোনা প্রতিরোধে ঘুমোনোর দাওয়াই বাতলেছিলেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টা-তামাশা কম হয়নি। সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছিল একাধিক রসিকতাপূর্ণ মিম।
চলতি বছরের মার্চে অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া বলেছিলেন, গোবর কতটা সহায়ক, তা আমরা সবাই জানি। তেমনি গোমূত্র ছিটিয়ে দিলে এলাকা শুদ্ধ হয়। করোনাভাইরাস সারাতে গোমূত্র ও গোবর দিয়ে এমনই কিছু করা যেতে পারে।
মার্চেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঋষিকেশে যোগ মহোৎসবে সমাবেশে বলেছিলেন যে, ‘মানসিক চাপ’ সারিয়ে করোনা ভাইরাস প্রতিরোধ করা যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement