এক্সপ্লোর
Advertisement
রিয়্যালমি C3 -র সঙ্গে জোর টক্কর দিতে বাজারে লেনোভো A7
এই ফোনের মূল আকর্ষণ হল ব্যাটারি ব্যাকআপ। মনে করা হচ্ছে Realme C3-র সঙ্গে বাজারে প্রতিযোগিতা হতে পারে এই ফোনের
নয়াদিল্লি: লেনোভোর এ সিরিজের A7 ফোন ইতিমধ্যেই লঞ্চ করেছে চিনের বাজারে। কোম্পানির দাবি, এই ফোনের আকর্ষণীয় ফিচার্স সহজেই বাজার-জয় করবে। এই ফোনের মূল আকর্ষণ হল ব্যাটারি ব্যাকআপ। ৪ হাজার এমএএইচ ব্যাটারি অনেকক্ষণ ফোন চালু রাখবে।
লেনোভো A7 –এর অন্যান্য ফিচারগুলি কী কী, দেখে নিন
লেনোভো A7 এর ডিসপ্লে ৬.০৯ ইঞ্চি। রেজলিউশন 720X1560. সঙ্গে আছে Unisoc SC9863 প্রসেসরের সুবিধা। এখনও পর্যন্ত এই ফোনের স্টোরেজ বা RAM সম্পর্কে কিছু জানা যায়নি। থাকছে অ্যানড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম। সব ভাল স্মার্টফোনের মতোই এতে আছে ডুয়াল সিম স্লট, ওয়াইফাই, জিপিএস, ইউএসবি পোর্ট ব্যবহারের সুবিধা।
এখন ফোন কিনতে গেলেই আগে ক্যামেরার ফিচার দেখেন অনেকেই। লেনোভো A7 এ আছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
মনে করা হচ্ছে Realme C3-র সঙ্গে বাজারে প্রতিযোগিতা হতে পারে এই ফোনের। দেখে নিই Realme C3- র ফিচারগুলি।
Realme C3
এর ব্যাটারি ব্যাকআপ ৫০০০ এমএএইচ। স্ক্রিন ৬.৫ ইঞ্চির। অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে রিয়াল মির এই ফোন। আছে ডুয়াল ক্যামেরার অপশন। প্রাইমারি লেন্স ১২ মেগাপিক্সেলের। সঙ্গে আছে ২ মেগাপিক্সেল লেন্স। সেলফি তোলার জন্য আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। RAM ৪ জিবি। সঙ্গে ৬৪ জিবি স্টোরেজ। দাম মাত্র ৭৯৯৯ টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement