এক্সপ্লোর
Advertisement
বন্যা বিধ্বস্ত মহারাষ্ট্রের সাংলিতে উদ্ধারকারী নৌকা উল্টে মৃত ৯, নিখোঁজ ৪
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আকাশপথে বন্যা কবলিত সাংলি ও কোলাপুর জেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। প্রবল বৃষ্টিতে এই দুই জেলার কৃষ্ণা ও পঞ্চগঙ্গা নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে।
সাংলি ও কোলাপুর: মহারাষ্ট্রের বন্যাবিধ্বস্ত সাংলি জেলায় একটি উদ্ধারকারী নৌকা ডুবে নয় জন তলিয়ে গিয়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ আকাশপথে বন্যা কবলিত সাংলি ও কোলাপুর জেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। প্রবল বৃষ্টিতে এই দুই জেলার কৃষ্ণা ও পঞ্চগঙ্গা নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে।
সরকারি সূত্রের খবর, সাংলিতে উদ্ধারের কাজে নিযুক্ত একটি নৌকা উল্টে গিয়ে নয়জন তলিয়ে গিয়েছে এবং আরও চারজন নিঁখোজ। জানা গেছে, ওই নৌকায় ৩০ থেকে ৩২ জনকেবন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছিল। ওই সময়ই ব্রহ্মানল গ্রামের কাছে নৌকাটি উল্টে যায়।
এদিকে, কৃষ্ণা নদীর নিম্ন অববাহিকায় আলমত্তি বাঁধ থেকে কর্নাটক সরকার আরও ৬ লক্ষ কিউসেক জল ছাড়তে রাজি হয়েছে কর্নাটক সরকার। এরফলে পশ্চিম মহারাষ্ট্রে বন্যার জল কমতে পারে বলে আশা। ফড়ণবীশ এ ব্যাপারে কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার সঙ্গে কথা বলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement