Live Updates: বন্দরের অনুষ্ঠানে কাটমানি-সিন্ডিকেট নিয়ে সরব মোদি, নেতাজি ইন্ডোরে গরহাজির মমতা
এদিন বেলুড়ে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী।
পোর্ট ট্রাস্টের এই অনুষ্ঠান থেকেই রাজ্য সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষক সম্মান নিধি রাজ্যে চালু করা হয়নি। কাটমানি, সিন্ডিকেটের সুযোগ নেই বলেই চালু হতে দেওয়া হয়নি। নীতি-নির্ধারকদের ঈশ্বর সদ্বুদ্ধি দিন। বাংলার জনগণের সাহসের কথা আমি জানি। কেন্দ্রের এই পরিষেবা থেকে কেউ তাঁদের বঞ্চিত রাখতে পারবেন না।’
পোর্ট ট্রাস্টের এই অনুষ্ঠান থেকেই রাজ্য সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষক সম্মান নিধি রাজ্যে চালু করা হয়নি। কাটমানি, সিন্ডিকেটের সুযোগ নেই বলেই চালু হতে দেওয়া হয়নি। নীতি-নির্ধারকদের ঈশ্বর সদ্বুদ্ধি দিন। বাংলার জনগণের সাহসের কথা আমি জানি। কেন্দ্রের এই পরিষেবা থেকে কেউ তাঁদের বঞ্চিত রাখতে পারবেন না।’
‘কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল। এই বন্দরকে নতুন ভারতের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতে শিল্পের বিকাশের পথিকৃত। শ্যামাপ্রসাদ ও অম্বেডকরের ভাবনায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। হলদিয়া ও বারাণসীর মধ্যে জলপথ পরিবহণ ব্যবস্থা চালু হয়েছে। ২০২১-এর মধ্যে গঙ্গায় বড় জাহাজ চালানোর উদ্যোগ। এর জন্য নদীর গভীরতা বাড়ানোর কাজ শুরু হবে। কৃষক ক্রেডিট কার্ডের মাধ্যমে মৎস্যজীবীরা ঋণ পাচ্ছেন।’ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল। এই বন্দরকে নতুন ভারতের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতে শিল্পের বিকাশের পথিকৃত। শ্যামাপ্রসাদ ও অম্বেডকরের ভাবনায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। হলদিয়া ও বারাণসীর মধ্যে জলপথ পরিবহণ ব্যবস্থা চালু হয়েছে। ২০২১-এর মধ্যে গঙ্গায় বড় জাহাজ চালানোর উদ্যোগ। এর জন্য নদীর গভীরতা বাড়ানোর কাজ শুরু হবে। কৃষক ক্রেডিট কার্ডের মাধ্যমে মৎস্যজীবীরা ঋণ পাচ্ছেন।’ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল। এই বন্দরকে নতুন ভারতের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতে শিল্পের বিকাশের পথিকৃত। শ্যামাপ্রসাদ ও অম্বেডকরের ভাবনায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। হলদিয়া ও বারাণসীর মধ্যে জলপথ পরিবহণ ব্যবস্থা চালু হয়েছে। ২০২১-এর মধ্যে গঙ্গায় বড় জাহাজ চালানোর উদ্যোগ। এর জন্য নদীর গভীরতা বাড়ানোর কাজ শুরু হবে। কৃষক ক্রেডিট কার্ডের মাধ্যমে মৎস্যজীবীরা ঋণ পাচ্ছেন।’ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল। এই বন্দরকে নতুন ভারতের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতে শিল্পের বিকাশের পথিকৃত। শ্যামাপ্রসাদ ও অম্বেডকরের ভাবনায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। হলদিয়া ও বারাণসীর মধ্যে জলপথ পরিবহণ ব্যবস্থা চালু হয়েছে। ২০২১-এর মধ্যে গঙ্গায় বড় জাহাজ চালানোর উদ্যোগ। এর জন্য নদীর গভীরতা বাড়ানোর কাজ শুরু হবে। কৃষক ক্রেডিট কার্ডের মাধ্যমে মৎস্যজীবীরা ঋণ পাচ্ছেন।’ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল। এই বন্দরকে নতুন ভারতের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতে শিল্পের বিকাশের পথিকৃত। শ্যামাপ্রসাদ ও অম্বেডকরের ভাবনায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। হলদিয়া ও বারাণসীর মধ্যে জলপথ পরিবহণ ব্যবস্থা চালু হয়েছে। ২০২১-এর মধ্যে গঙ্গায় বড় জাহাজ চালানোর উদ্যোগ। এর জন্য নদীর গভীরতা বাড়ানোর কাজ শুরু হবে। কৃষক ক্রেডিট কার্ডের মাধ্যমে মৎস্যজীবীরা ঋণ পাচ্ছেন।’ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হল। এই বন্দরকে নতুন ভারতের প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতে শিল্পের বিকাশের পথিকৃত। শ্যামাপ্রসাদ ও অম্বেডকরের ভাবনায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। হলদিয়া ও বারাণসীর মধ্যে জলপথ পরিবহণ ব্যবস্থা চালু হয়েছে। ২০২১-এর মধ্যে গঙ্গায় বড় জাহাজ চালানোর উদ্যোগ। এর জন্য নদীর গভীরতা বাড়ানোর কাজ শুরু হবে। কৃষক ক্রেডিট কার্ডের মাধ্যমে মৎস্যজীবীরা ঋণ পাচ্ছেন।’ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রেক্ষাপট
বেলুড়: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে রাজনৈতিক খেলায় মেতেছে বিরোধীরা। এমনটাই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ফের একবার মনে করিয়ে দেন, এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি, ছিনিয়ে নেওয়ার জন্য নয়।
এদিন বেলুড়ে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, আমি আবারও বলছি, নাগরিকত্ব আইন কারও নাগরিকত্ব প্রত্যাহার বা ছিনিয়ে নিতে নয়, উল্টে নাগরিকত্ব দিতে তৈরি করা হয়েছে। স্বাধীনতার পর মহাত্মা গাঁধী সহ সেই সময়ের বড় বড় নেতারা বিশ্বাস করতেন, পাকিস্তানের নিপীড়িত ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া উচিত ভারতের। আপনারা সকলেই তা বুঝতে পেরেছেন। কিন্তু, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা নিয়ে রাজনীতির খেলা খেলছে, তা বুঝতে চাইছে না। সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরই সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয় সংসদে। এই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ধর্মীয় নিপীড়নের জেরে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে চলে আসা সেদেশের হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রীষ্ট ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়া হবে। শুক্রবার মধ্যরাতে গেজেট প্রকাশ করে তা সারা দেশে কার্যকর করে কেন্দ্র।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -