Live Updates: ভ্যাকসিন তৈরির অগ্রগতি নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, মানুষের হাতে পৌঁছে দেওয়ার অপেক্ষায় রয়েছি: সিরাম ইনস্টিটিউট

The country awaits COVID-19 Vaccine. | ভ্যাকসিন নিয়ে মিলবে কি সুখবর? অপেক্ষায় গোটা দেশ।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Nov 2020 08:00 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: ভারতে কোন পর্যায়ে করোনাভাইরাসের ভ্যাকসিন? খতিয়ে দেখতে আজ আমদাবাদ-পুণে-হায়দরাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘুরে দেখবেন ৩ সংস্থার ল্যাব-দফতর। ভ্যাকসিন নিয়ে মিলবে কি সুখবর? অপেক্ষায় গোটা দেশ।আজ প্রথমে গুজরাতের আমদাবাদের সর্দার...More


পুনাওয়ালা বলেছেন, অক্সফোর্ডের সঙ্গে যুক্ত এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার অপেক্ষায় রয়েছি। প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা বলে সন্তুষ্ট বলেই মনে হয়েচে। জুলাইয়ের মধ্যে ৩০ থেকে ৪০ কোটি ডোজ তৈরিই লক্ষ্য।