এক্সপ্লোর
Advertisement
ছেলের মুক্তি চেয়ে রাজীব গাঁধীর হত্যাকাণ্ডে জড়িত অন্যতম দোষীর মা দ্বারস্থ তামিলনাড়ুর রাজ্যপালের
চেন্নাই: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর হত্যাকাণ্ডে অন্যতম দোষী সাব্যস্ত এ.জি পেরারিভালানের মা দেখা করলেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের সঙ্গে। তাঁর আর্জি, আরিভু বা পেরারিভালানকে যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয়। রাজ্যপালের কাছে এই আর্জি জানিয়ে আরও বেশ কিছু নথিও জমা দিয়েছেন তিনি।
যে নথিগুলি পেরারিভালানের মা রাজ্যপালকে দিয়েছেন, তারমধ্যে রয়েছে বিচারপতি কে.টি থমাসের একটি রিপোর্টও। ওই রিপোর্টেই এই মামলায় সিবিআই তদন্তে যে বেশ কিছু ফাঁক ছিল, সেকথা স্পষ্ট উল্লেখ আছে। প্রসঙ্গত, শুরুর দিকে তাঁর ছেলে যখন প্যারোলে মুক্ত ছিলেন, সেসময় তাঁর ব্যবহারের কথাও রিপোর্টে উল্লেখ করা ছিল। এই মামলায় সাত দোষী সাব্যস্তের মুক্তির বিষয় তামিলনাড়ু মন্ত্রিসভা একটি সিদ্ধান্ত নেয়। সেই ফাইল রাজ্যপালের কাছে পাঠানো হয় বিবেচনার জন্যে। রাজ্যপালের একটি সইয়ের ওপর নির্ভর করছে ওই সাত দোষী সাব্যস্তের মুক্তি। তাই পেরারিভালানের মা ছেলের মুক্তির আর্জি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। সংবিধানের ১৬১ ধারা অনুযায়ী রাজ্যপাল তাঁর বিশেষ ক্ষমতা ব্যবহার করে সাত দোষী সাব্যস্তের মুক্তি দিতে পারেন। সেটাই আশা জাগিয়েছে পেরারিভালানের মায়ের মনে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement