এক্সপ্লোর
জনবিস্ফোরণ ঠেকাতে তৃতীয়, তার পরের সন্তানদের ভোটাধিকার, প্রার্থী হওয়ার, সরকারি পরিষেবার অধিকার কেড়ে নেওয়ার ‘দাওয়াই’ রামদেবের
এখানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যোগগুরু বলেছেন, কোনও অবস্থাতেই দেশের জনসংখ্যা ১৫০ কোটি ছাড়িয়ে যেতে উচিত নয়। কিন্তু দ্রুত জনসংখ্যা বাড়ছে।

হরিদ্বার: জনবিস্ফোরণের ধাক্কা সামলাতে ভারত তৈরি নয় বলে অভিমত জানিয়ে এ ব্যাপারে নিজস্ব কিছু প্রস্তাব সুপারিশ করলেন বাবা রামদেব। এখানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যোগগুরু বলেছেন, কোনও অবস্থাতেই দেশের জনসংখ্যা ১৫০ কোটি ছাড়িয়ে যেতে উচিত নয়। কিন্তু দ্রুত জনসংখ্যা বাড়ছে। এই প্রেক্ষাপটে তিনি মনে করেন, বেশ কিছু পদক্ষেপ করা যেতে পারে। যেমন, দুটির বেশি বাচ্চা হলেই তিন নম্বর বা তার পরের সন্তানদের ভোটাধিকার বাতিল করা যায়, তাদের যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ও পরিষেবা থেকেও বঞ্চিত করা যায়। রামদেব বলেছেন, জনবিস্ফোরণের রাশ একমাত্র টেনে ধরা সম্ভব তখনই যদি আইন করে তৃতীয় বা তার পরের সন্তানের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। সেই সন্তানদের ভোটে প্রার্থী হওয়ার অধিকার, সরকারি সুযোগসুবিধা পাওয়ার হকও থাকবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















