এক্সপ্লোর
Advertisement
অ্যামাজন, এমআই ডট কমে চলছে রেড মি ৯ প্রাইম ও রেড মি ৯ ফোনের সেল, দেখুন স্পেসিফিকেশনস
কদিন ধরে ফোনটা সমস্যা করছে। বা ধরুন মনটা নতুন ফোন কিনতে চাইছে।অথচ আজ লকডাউন। বাইরে বেরোনোর জো নেই। নেট-দুনিয়ার যুগে এটা কোনও সমস্যাই নয়। ফোন কিনতে চাইলে আজ অ্যামাজন প্রাইম বা এমআই ডট কমে চোখ রাখতে পারেন। সেল কিন্তু শুরু হয়ে গিয়েছে।
নয়াদিল্লি:কদিন ধরে ফোনটা সমস্যা করছে। বা ধরুন মনটা নতুন ফোন কিনতে চাইছে।অথচ আজ লকডাউন। বাইরে বেরোনোর জো নেই। নেট-দুনিয়ার যুগে এটা কোনও সমস্যাই নয়। ফোন কিনতে চাইলে আজ অ্যামাজন প্রাইম বা এমআই ডট কমে চোখ রাখতে পারেন। সেল কিন্তু শুরু হয়ে গিয়েছে। পাওয়া যাচ্ছে রেড মি ৯ প্রাইম ও রেড মি ৯ ফোন । রেড মি ৯ প্রাইম রয়েছে হেলইও জি-৮০এসওসি, রেডমি নাইন-এ থাকছে মি়ডিয়া টেক হেলইও জি৩৫ এসওসি। রেড মি ৯ প্রাইমে ব্যাটারি, রেড মি নাইনের থেকে একটু বড়। রেড মি ৯ প্রাইমের ব্যাকে কোয়াড ক্যামেরা পাবেন। রেড মি নাইনের ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে।
রেড মি ৯ প্রাইমের দাম পড়ছে ৯৯৯৯ টাকা। ডাটা স্টোরেজ ক্যাপাসিটি ৪জিবি+ ৬৪ জিবি। এর চেয়েও বেশি স্টোরেজ চাইলে এই মডেলের পরের রেঞ্জে দেখতে পারেন। সেখানে ডাটা স্টোরেজ ক্যাপাসিটি ৪জিবি+ ১২৮ জিবি। দাম পড়বে ১১, ৯৯৯ টাকা। বেশ কয়েকটি রঙ পাবেন। ম্যাট ব্ল্যাক, মিন্ট গ্রিন, স্পেস ব্লু, সানরাইজ ফ্লেয়ার কালার অপশনও রয়েছে। সেখানে ডাটা স্টোরেজ ক্যাপাসিটি ৪জিবি+ ১২৮ জিবি।
রেড মি নাইনের রেঞ্জ অবশ্য আরও কম। দু ধরনের মডেল পাবেন। একটির দাম ৮৯৯৯ টাকা।ডাটা স্টোরেজ ক্যাপাসিটি ৪জিবি+ ৬৪ জিবি। পরের মডেলটি ৯৯৯৯ টাকা। রঙ পাবেন তিনটি--- কার্বন ব্ল্যাক, স্কাই ব্লু, স্পটি অরেঞ্জ। যে কোনও ফোনই কিনুন না কেন, ক্যাশব্যাক অফার পাবেন, ইএমআইতে নিলেও অতিরিক্ত কোনও টাকা দিতে হবে না।
রেড মি ৯ প্রাইমে কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে। ফ্রন্টে প্রথমে থাকছে ১৩ মেগাপিক্সেল যুক্ত ক্যামেরা, এরপর দ্বিতীয় ধাপে ৮ মেগাপিক্সেল যুক্ত ক্যামেরা যার আবার আলট্রা ওয়াইড লেন্স থাকছে। এরপর ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার রয়েছে। আবার ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর রয়েছে। সেলফি তুলতে চাইলে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেনসর পাবেন। ৫০২০ এএইচ যুক্ত ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে এই মোবাইল সেটে। এছাড়াও আরও নানান সুবিধা রয়েছে।
রেড মি নাইনের বেশ কতগুলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে। অনলাইনে অর্ডার করার আগে সেগুলি সম্পর্কে ভাল করে জেনে নিন। প্রি লোলেড মিউই ১২ পাবেন। রেড মি নাইনে দুটি ক্যামেরা রয়েছে। ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর-সহ ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর থাকছে। সেলফির জন্য আপনি পাবেন ৫ মেগাপিক্সেল ক্যামেরা। আজকাল অনেক ফোনেই হেডফোনের জ্যাক দেয় না। তবে এই ফোনে আপনি সেটাও পাবেন। ৩.৫এমএম হেডফোন জ্যাকও ক্রেতা পাবেন রেড নি নাইনের সঙ্গে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement