এক্সপ্লোর
Advertisement
অযোধ্যায় রাম মন্দির গড়তে আইন আনা হোক, তাৎপর্যপূর্ণ মন্তব্য আরএসএস প্রধানের
নাগপুর: রাম মন্দির তৈরির জন্য আইন আনুক কেন্দ্র। শিবসেনার পর এবার একই কথা বলল আরএসএস। সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছেন, রাষ্ট্রের গৌরবের কথা মাথায় রেখে কোটি কোটি দেশবাসীর সঙ্গে রাম মন্দির নির্মাণে সঙ্ঘও সহযোগীর ভূমিকা নেবে।
বিজয়া দশমীর বক্তৃতায় নাগপুরে মোহন ভাগবত এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, রামচন্দ্রের মন্দির নির্মাণ দেশের আত্মগৌরবের পক্ষে জরুরি, তা সদ্ভাব ও ঐক্যের বাতাবরণ সৃষ্টি করবে। রাম জন্মভূমি স্থলের বণ্টন এখনও বাকি। তবে প্রমাণিত হয়ে গিয়েছে, ওই ভূমিতে মন্দির ছিল। রাজনীতিকরা নাক না গলালে দীর্ঘদিন আগে ওখানে মন্দির তৈরি হয়ে যেত। আরএসএস চায়, সরকার আইন এনে রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করুক।
ভাগবত আরও বলেছেন, রাষ্ট্রহিতের জন্য রাম মন্দির নির্মাণ জরুরি। কিন্তু জনাকয়েক স্বার্থাণ্বেষী কট্টরপন্থী সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য বারবার বাধা সৃষ্টি করছে। রাজনীতির কারণেই মন্দির তৈরিতে দেরি হচ্ছে। তাঁর দাবি, যত তাড়াতাড়ি সম্ভব মন্দির নির্মাণ শুরু হোক, কোনও মহলের হস্তক্ষেপ ছাড়াই। সঙ্ঘ সাধু সন্ন্যাসীদের পাশে রয়েছে।
শিবসেনা ইতিমধ্যেই অর্ডিন্যান্স এনে রাম মন্দিরের পথ সুগম করার পক্ষে সওয়াল করেছে। রাম মন্দিরের লক্ষ্যে আন্দোলনে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement